কলকাতা: সোমবার মকর সংক্রান্তি। আজ থেকেই ঘরে ঘরে তৈরি হচ্ছে পিঠে-পুলি, পাটিসাপটা। শাহি লগ্নে গঙ্গাস্নান সারতে অনেকেই গিয়েছেন গঙ্গাসাগর। ঘরে সমৃদ্ধি আনতে কিনতে পারেন সোনা। তবে সংক্রান্তিতে সোনা কেনার জন্য পকেট থেকে খসবে অতিরিক্ত টাকা। কারণ রবিবার একধাক্কায় বেশ অনেকটাই বাড়ল সোনার দাম (Gold Price Hike)। টানা তিনদিন ধরে অপরিবর্তিত ছিল সোনার দাম। আজ একলাফে ৩০০০ টাকা বেড়েছে সোনার দাম। একইসঙ্গে ঊর্ধ্বমুখী রুপোর দরও (Silver Price)। আজ সোনা-রুপো কেনার থাকলে, দর কত রয়েছে, জেনে নিন-
আজ, রবিবার ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৮,০০০ টাকা। গতকালের তুলনায় আজ ৩০০ টাকা দাম বেড়েছে।
২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫,৮০,০০০ টাকা। গতকালের থেকে আজ ৩০০০ টাকা বেড়েছে দাম।
২২ ক্যারেটের মতো ২৪ ক্য়ারেটেরও সোনার দাম বেড়েছে। ১০ গ্রাম ২৪ ক্যারেটের সোনা কিনতে খরচ হবে ৬৩ হাজার ২৭০ টাকা। গতকালের তুলনায় ৩২০ টাকা দাম বেড়েছে।
২৪ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ ৩২ হাজার ৭০০ টাকা। গতকালের তুলনায় ৩২০০ টাকা বেড়েছে দাম।
১৮ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৪৭ হাজার ৪৫০ টাকা। গতকালের তুলনায় ২৪০ টাকা দাম বেড়েছে।
১০০ গ্রাম ১৮ ক্যারেটের সোনার দাম ৪ লক্ষ ৭৪ হাজার ৫০০ টাকা। গতকালের তুলনায় ২৪০০ টাকা দাম বেড়েছে।
সোনার দামের পাশাপাশি দাম বেড়েছে রুপোরও। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ৭৬ হাজার ৫০০ টাকা। গতকালের তুলনায় আজ ৫০০ টাকা দাম বেড়েছে রুপোর।