Gold Price Today: মহালয়ায় শপিং লিস্ট থেকে বাদই রাখুন সোনা, দাম শুনলে বুকে ধাক্কা খাবেন!

ঈপ্সা চ্যাটার্জী |

Oct 02, 2024 | 1:42 PM

Gold-Silver Rate in Kolkata: দুর্গাপুজোর কেনাকাটা চলছে চুটিয়ে। মহালয়ায় তর্পণ সেরে আজ অনেকেই শেষ মুহূর্তের শপিং সারবেন। তবে পুজোর কেনাকাটায় যারা সোনার গহনা কেনার প্ল্যানিং করে রেখেছেন, তাদের জন্য দুঃখের খবর।

Gold Price Today: মহালয়ায় শপিং লিস্ট থেকে বাদই রাখুন সোনা, দাম শুনলে বুকে ধাক্কা খাবেন!
ফাইল চিত্র
Image Credit source: Getty Image

Follow Us

কলকাতা: আজ মহালয়া। আজ শুরু হয়ে গেল দেবীপক্ষ। দুর্গাপুজোর কেনাকাটা চলছে চুটিয়ে। মহালয়ায় তর্পণ সেরে আজ অনেকেই শেষ মুহূর্তের শপিং সারবেন। তবে পুজোর কেনাকাটায় যারা সোনার গহনা কেনার প্ল্যানিং করে রেখেছেন, তাদের জন্য দুঃখের খবর। মহালয়াতে এক ধাক্কায় ৫ হাজার টাকা বাড়ল সোনার দাম। রুপোর দামও বেশ চড়া। তবে আজ নতুন করে আর বাড়েনি রুপোর দাম। পুজোয় যদি আপনার সোনা বা রুপো কেনার পরিকল্পনা থাকে, তবে আজ কত দর রয়েছে, জেনে নিন-

২২ ক্যারেট সোনার দাম-   

আজ, বুধবার ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭১০০ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭১ হাজার টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ হবে ৭ লক্ষ ১০ হাজার টাকা। একদিনেই ৫০০০ টাকা দাম বেড়েছে সোনার।

২৪ ক্যারেট সোনার দাম-

২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৭৪৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৭ হাজার ৪৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ লক্ষ ৭৪ হাজার ৫০০ টাকা। একদিনে ৫৪০০ টাকা দাম বেড়েছে সোনার।

১৮ ক্যারেট সোনার দাম-

আজ ১৮ ক্যারেটের সোনার দামও বেড়েছে। ১ গ্রাম সোনা কিনতে খরচ হবে ৫৮০৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৮ হাজার ৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েঠে ৫ লক্ষ ৮০ হাজার ৯০০ টাকা। একদিনে ৪১০০ টাকা দাম বেড়েছে সোনার।

রুপোর দাম-

আজ সোনার দাম বাড়লেও, রুপোর দাম অপরিবর্তিত রয়েছে। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৯৫০০ টাকা। ১ কেজি রুপো কিনতে খরচ হবে ৯৫ হাজার টাকা।

 

Next Article