কলকাতা: সপ্তাহন্তে সস্তা সোনা-রুপো। নতুন বছরের শুরুর দিনে হলুদ ধাতুর দাম বাড়লেও, প্রথম সপ্তাহের শেষে এসেই সস্তা হল সোনার দাম। শনিবারই এক হাজার টাকা কমেছিল সোনার দাম। আজ রবিবার, ৭ জানুয়ারি অপরিবর্তিত রইল সেই সোনার দাম। আগামী সপ্তাহ থেকেই শুরু বিয়ের মরশুম। তার আগে আপনার যদি সোনা বা রুপোর গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে আজই সোনার দোকানে যান। তবে গহনা কেনার আগে সোনা-রুপোর দর কত, জেনে নিন-
আজ, রবিবার ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৮ হাজার টাকা। গতকালের তুলনায় আজ ২২ ক্যারেটের সোনার দামে কোনও পরিবর্তন আসেনি।
২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৫ লক্ষ ৮০ হাজার টাকা।
২২ ক্যারেটের মতো ২৪ ক্যারেটের সোনার দামও অপরিবর্তিত রয়েছে আজ। ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৩ হাজার ২৭০ টাকা।
২৪ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ৩২ হাজার ৭০০ টাকা।
১৮ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৪৭ হাজার ৪৫০ টাকা।
১৮ ক্য়ারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৪ লক্ষ ৭৪ হাজার ৫০০ টাকা।
সোনার মতোই অপরিবর্তিত রয়েছে রুপোর দামও। আজ ১ কেজি রুপোর দাম রয়েছে ৭৬ হাজার ৬০০ টাকা।