Gold Price Today: ঝরে পড়বে লক্ষ্মীর আশীর্বাদ, মকর সংক্রান্তির শুভ দিনে কিনুন সোনা, জেনে নিন দর
Gold-Silver Price Today: পুণ্যতিথিতে বাড়িতে লক্ষ্মী আনুন সোনার গহনা কিনে। মকর সংক্রান্তির দিনে বদল হল না সোনার দামে। পরিবর্তন হয়নি রুপোর দামেও। আজ চাইলেই কিনতে পারেন সোনা। তবে দোকানে যাওয়ার আগে জেনে নিন সোনা-রুপোর দাম।
কলকাতা: আজ মকর সংক্রান্তি। বাড়ি বাড়ি তৈরি হচ্ছে পিঠে-পুলি। গঙ্গাসাগরেই হোক বা বাড়ির কাছে গঙ্গার ঘাট, পুণ্য অর্জন করতে তিথি মেনে স্নান সারছেন অনেকেই। আর পুণ্যতিথিতে বাড়িতে লক্ষ্মী আনুন সোনার গহনা কিনে। মকর সংক্রান্তির দিনে বদল হল না সোনার দামে। পরিবর্তন হয়নি রুপোর দামেও। আজ চাইলেই কিনতে পারেন সোনা। তবে দোকানে যাওয়ার আগে জেনে নিন সোনা-রুপোর দাম-
২২ ক্যারেটের সোনার দাম-
আজ, সোমবার ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৮,০০০ টাকা। গতকালের তুলনায় আজ দামে কোনও পরিবর্তন হয়নি।
২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫,৮০,০০০ টাকা।
২৪ ক্যারেটের সোনার দাম-
২৪ ক্য়ারেটের সোনার দামেও কোনও পরিবর্তন আসেনি। আজ ১০ গ্রাম ২৪ ক্যারেটের সোনার দাম রয়েছে ৬৩ হাজার ২৭০ টাকা।
২৪ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ৩২ হাজার ৭০০ টাকা।
১৮ ক্যারেটের সোনার দাম-
১৮ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৪৭ হাজার ৪৫০ টাকা।
১০০ গ্রাম ১৮ ক্যারেটের সোনার দাম ৪ লক্ষ ৭৪ হাজার ৫০০ টাকা।
রুপোর দাম-
সোনার মতে রুপোর দামেও কোনও পরিবর্তন হয়নি। মকর সংক্রান্তিতে ১ কেজি রুপোর দাম রয়েছে ৭৬ হাজার ৫০০ টাকা।