কলকাতা : বেশ কয়েকদিন ধরেই সোনার দামে ছ্যাঁকা খেতে হচ্ছে। গতকালও দাম বেড়েছিল সোনার। তবে সোমবার কিছুটা স্বস্তি মিলল সোনার দামে। সপ্তাহের প্রথম দিনেই অপরিবর্তিত থাকল সোনার দাম। সোনার দাম অপরিবর্তিত থাকলেও বেশ খানিকটা কমল রুপোর দাম। এদিন ১ কেজি রুপোর দাম কমেছে ৫০০ টাকা।
এদিন বেলা ২ টো অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৮৩৬ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৮,৬৮৮ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৮,৩৬০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৮৩,৬০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,২৭৬ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪২,২০৮ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫২,৭৬০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,২৭,৬০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৬১,৫০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
গত বেশ কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী ছিল সোনা ও রুপোর দাম। তবে সোমবার সোনা ও রুপোর দামে মিলল কিছুটা স্বস্তি। গতকাল ২২ ক্যারেট সোনার দাম ছিল ৪৮,৩৬০ টাকা। এদিন সেই দামই বহাল থাকল। তবে দাম কমেছে রুপোর। গতকাল ১ কেজি রুপোর দাম ছিল ৬২ হাজার টাকা। এদিন তা কমে হয়েছে ৬১,৫০০ টাকা।
এদিন বিশ্ব বাজারে কমল সোনার দাম রয়েছে। গতকাল এক ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৮৭১.৪৬ মার্কিন ডলার। এদিন তা কমে হয়েছে ১,৮৬৩.৩৬ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
সোমবার কমেছে টাইটান, কল্যাণ জুয়েলার ও পিসি জুয়েলারের শেয়ারের দামও। এদিন টাইটান কোম্পানির শেয়ারের দাম হয়েছে ২,০৯৩.৯০ টাকা। কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম হয়েছে ৫৮.৯০ টাকা। আর আজ পিসি জুয়েলারের শেয়ারের দাম হয়েছে ২৩.১৫ টাকা।