Amazon vs Future Case: Amazon-কে দিতে হবে কোটি কোটি টাকা জরিমানা! ফিউচারের বিরুদ্ধে দায়ের করা পিটিশন বাতিল

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Jun 13, 2022 | 2:41 PM

Future Group: এই নির্দেশের ফলে ফিউচার গ্রুপের সঙ্গে মামলা লড়তে গিয়ে নতুন সমস্যার মধ্যে পড়েছে বিখ্যাত ই-কমার্স সংস্থা অ্যামাজ়ন।

Amazon vs Future Case: Amazon-কে দিতে হবে কোটি কোটি টাকা জরিমানা! ফিউচারের বিরুদ্ধে দায়ের করা পিটিশন বাতিল
ছবি: ফাইল চিত্র

Follow Us

ফিউচার গ্রুপের সঙ্গে মামলা লড়তে গিয়ে চাপে অ্যামাজ়ন (Amazon India)। ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুনালে (National Company Law Tribunal), কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়ার নির্দেশ চ্যালেঞ্জ করে অ্যামাজ়নের দায়ের করা পিটিশন বাতিল করেছে। এই নির্দেশের ফলে ফিউচার গ্রুপের সঙ্গে মামলা লড়তে গিয়ে নতুন সমস্যার মধ্যে পড়েছে বিখ্যাত ই-কমার্স সংস্থা অ্যামাজ়ন। অ্যামাজ়ন-ফিউচার লড়াইয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক এক নজরে দেখে নেওয়া যাক…

  1. বিচারপতি এম বেণুগোপাল এবং বিচারপতি অশোক কুমার মিশ্রর ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুনাল বা এনসিএলটির ডিভিশন বেঞ্চ সিসিআইয়ের দেওয়া নির্দেশ বহাল রেখেছে এবং সোমবার থেকে ৪৫ দিনের মধ্যে ন্যায্য বাণিজ্য নিয়ন্ত্রক দ্বারা নির্দেশিত ২০০ কোটি টাকা জরিমানা দেওয়ার জন্য অ্যামাজনকে নির্দেশ দিয়েছে।
  2. বিচারপতি এম বেণুগোপাল এবং বিচারপতি অশোক কুমার মিশ্রর দুই সদস্যের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, “সিসিআইয়ের দেওয়া নির্দেশের সঙ্গে এনসিএলটি সম্পূর্ণ সহমত”।
  3. গত বছর ডিসেম্বর মাসে সিসিআই ২০১৯ সালে তাদের দেওয়া নির্দেশিকা খারিজ করে অ্যামাজ়নের দ্বারা ফিউচার কুপনস প্রাইভেট লিমিটেডের ৪৯ শতাংশ শেয়ার অধিগ্রহণের ওপর স্থগিতাদেশ জারি করেছিল। আগের নির্দেশ খারিজ করার পিছনে কারণ হিসেবে আদালত জানিয়েছিল, লেনদেনের জন্য ছাড়পত্র চাওয়ার সময় অ্যামাজ়ন বেশ কিছু তথ্য গোপন করেছে। এবং সেই সময় ২০২ কোটি টাকা জরিমানাও করা হয়েছিল।
  4. এফসিপিএল ফিউচার রিটেল লিমিটেডের শাখা সংস্থা। ফিউচার রিটেল লিমিটেডের মধ্যে ১৯ টি কোম্পানি রয়েছে রিটেল, হোলসেল এবং লজিস্টিকের ব্যবসাও করে। এই গুলি ২০২০ সালের অগস্টে ঘোষিত ২৪ হাজার ৭১৩ কোটি টাকার চুক্তির অংশ হিসেবে রিয়ালেন্স রিটেলে স্থানান্তরিত হওয়ার কথা ছিল। ধনকুবের মুকেশ অম্বানীর নেতৃত্বাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে এপ্রিল মাসে চুক্তিটি বাতিল হয়ে গিয়েছিল।
  5. অ্যামাজ়নের আবেদনের পরিপ্রেক্ষিতে এনসিএলএটি চলতি বছর এপ্রিলেই মামলার শুনানি শেষ করেছে। সব পক্ষই রেজিস্ট্রির আগে সংশোধিক নোট দাখিল করেছিল। সোমবার এই বিশেষ ট্রাইবুন্যাল, কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স এবং অল ইন্ডিয়া কনজিউমার প্রোডাক্ট ডিস্ট্রিবিউটর ফেডারেশনের দায়ের করা আরও দুটি পিটিশনের ওপর স্থগিতাদেশ দিয়েছে।

 

Next Article