Indian Rupee Fall : একদম তলানিতে টাকার দাম; এবার আরও খসবে গ্যাঁটের কড়ি, পূর্বাভাস বিশেষজ্ঞদের

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jun 13, 2022 | 3:42 PM

Indian Rupee Fall : আবারও রেকর্ড পতন হল ভারতীয় মুদ্রার। আজ ডলার প্রতি টাকার দাম নেমে দাঁড়িয়েছে ৭৮ -এর কাছাকাছি। সোমবার সকালে ডলার প্রতি টাকার দাম পৌঁছয় সর্বনিম্ন স্তরে।

Indian Rupee Fall : একদম তলানিতে টাকার দাম; এবার আরও খসবে গ্যাঁটের কড়ি, পূর্বাভাস বিশেষজ্ঞদের
জীবন বীমা নিগম

Follow Us

মূল্যবৃদ্ধির জেরে একে নাজেহাল আমজনতা। ভোজ্য তেল থেকে শুরু করে জ্বালানি তেল কিনতে মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে মধ্যবিত্তদের। এই পরিস্থিতিতেই ফের রেকর্ড পতন ভারতীয় মুদ্রার। ডলারের নিরিখে আরও কমল টাকার দাম। সোমবার সকালে ডলার প্রতি টাকার দাম পৌঁছয় সর্বনিম্ন স্তরে। আজ ডলার প্রতি টাকার দাম নেমে দাঁড়িয়েছে ৭৮ -এর কাছাকাছি।

সোমবার বাজার খোলার সময় প্রতি ডলার ভারতীয় মুদ্রার দাম ছিল ৭৮.১৪ টাকা। শুক্রবার বাজার বন্ধের আগে ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার দাম ছিল ৭৭.৯৩ টাকা। তার থেকে এদিন ০.৩৮ শতাংশ বেড়ে তলানিতে ঠেকল ভারতীয় মুদ্রার দাম। আইএফএ গ্লোবাল বিবৃতিতে জানিয়েছে, ‘দুর্বল দেশীয় বাজার, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, ডলারের মূল্য বৃদ্ধির ফলে দেশীয় মুদ্রাও চাপের মধ্যে থাকতে পারে।’ অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, ভারতীয় মুদ্রার দাম হু হু করে পড়ার অন্যতম কারণ হল আমেরিকায় মূল্যবৃদ্ধি। চার দশকে সর্বপ্রথম সর্বোচ্চ মূল্যবৃদ্ধির সাক্ষী হয়েছে আমেরিকা। করোনা মহামারি থেকেই অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে আমেরিকা। একটু ঘুরে দাঁড়ালেও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় বাইডেন সরকার। ফলত, মূল্যবৃদ্ধি সর্বকালীন রেকর্ড ছুঁয়েছে। তার নেতিবাচক প্রভাব গোটা বিশ্বেই পড়েছে। গত মার্চ থেকেই ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার ক্রমশ অধোগতির দিকে এগিয়েছে। এদিকে দেশের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ করতে দেখা গিয়েছে রিজার্ভ ব্যাঙ্ককেও। গত বুধবারই আরবিআই রেপো রেট বাড়িয়েছে ৫০ বেসিস পয়েন্ট। এর ফলে বেড়েছে বাড়ি-গাড়ি ঋণের EMI।

ডলারের নিরিখে টাকার দাম পড়ায় চিন্তা বাড়ছে বিদেশে পড়তে যাওয়ার স্বপ্ন দেখা শিক্ষার্থী বা স্কলারদের। এর পাশাপাশি সরকারের কোষাগারে দেখা দিতে পারে ঘাটতি। বেশ কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ক্ষেত্রে ভারত বিদেশের উপর নির্ভরশীল। মূলত, অপরিশোধিত তেল। ডলারের দাম বাড়ায় বিদেশ থেকে পণ্যসামগ্রী আমদানিতে বেশি টাকা খরচ করতে হবে ভারতে। আমাদানি করা পণ্যের দাম বাড়বে। যার প্রভাব পড়বে সাধারণ মানুষের জনজীবনেও।

টাকার দামে পতনের বড় প্রভাব পড়তে পারে শেয়ার মার্কেটেও। এদিন বাজার খুলতেই প্রায় ২.৯৩ শতাংশ পতন হয়েছে। জাতীয় স্টক এক্সচেঞ্জের সূচক Nifty ৫০ নেমে দাঁড়ায় ১৫,৮৭৭.৫৫ পয়েন্টে। বাজার খুলতেই সেনসেক্স পড়েছে ৩.১১ শতাংশ। সকালে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স নেমে দাঁড়িয়েছিল ৫২,৮৮৭.১৯ পয়েন্টে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, টাকার দামে পতন শেয়ার বাজারের জন্য ভাল নয়। এর ফলে বিদেশী বিনিয়োগকারীরা দেশের শেয়ারে বিনিয়োগ করা থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন। ফলে সমগ্র শেয়ার বাজার নিম্নমুখী হতে পারে

Next Article