কলকাতা: দিল্লিতে আজ সোনার দাম বেড়েছে। রাজধানীর গয়নার বাজারে এদিন সোনার দাম ৫৭ টাকা বেড়ে প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ৪৭,২৬৩ টাকা। এইচডিএফসি সিকিউরিটিজের বক্তব্য অনুয়ায়ী, এর কারণ আন্তর্জাতিক বাজারের স্থিতিশীল হওয়া। এইচডিএফসি সিকিউরিটিজের সিনিয়র বিশেষজ্ঞ তপন প্যাটেল বলেছেন, দিল্লিতে ২৪ ক্যারেট সোনার জন্য স্পট গোল্ডের দাম ৫৭ টাকা বাড়তে দেখা গিয়েছে যার কারণ বিশ্ববাজারের সোনার দাম। অন্যদিকেও রুপোর দাম ১৮৩ টাকা বেড়ে প্রতি কেজির দাম হয়েছে ৬১,০৫৪ টাকা। আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্সের দাম ১,৮১০ ডলার। অন্যদিকে রুপোর দাম প্রতি আউন্স ২২.৭৮ ডলার।
ফিউচার ট্রেডের দাম
ফিউচার ট্রেডে সোনার দাম শুক্রবার ৭৩ টাকা বেড়ে প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ৪৮,২২৫ টাকা। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ফেব্রুয়ারি মাসের সোনার দাম ৭৩ টাকা অর্থাৎ ০.১৫ শতাংশ বেড়ে ৮,৭৬৬ লটের দাম হয়েছে ৪৮,২২৫ টাকা প্রতি ১০ গ্রাম। অন্যদিকে বিশ্ব বাজারে, নিউইয়র্কে সোনার দাম ০.৫৩ শতাংশ অর্থাৎ ১,৮১১.৭০ ডলার প্রতি আউন্স।
এছাড়াও ফিউচার ট্রেডে শুক্রবার রুপোর দাম ১২ টাকা কম হয়ে প্রতি কেজির দাম হয়েছে ৬২,২৯৯ টাকা। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে, মার্চ মাসের রুপোর দাম ১২ টাকা অর্থাৎ ০.০২ শতাংশ কমে প্রতি কেজির দাম হয়েছে ৬২.২৯৯ টাকা। এই দাম ১০,৭০৪ লটসের বিজনেস টার্ন ওভারের।
কলকাতা আর মুম্বইতে সোনার দাম
এ রাজ্যের কলকাতায় সোনার দাম প্রতি ১০ গ্রাম ৪৮,৯৫০ টাকা। অন্যদিকে কলকাতায় রুপোর দাম প্রতি কেজি ৬২,১৫০ টাকা। এছাড়াও দেশের আর্থিক রাজধানী বলে পরিচিত মুম্বইতে সোনার দাম প্রতি ১০ গ্রাম ৪৮,২৬৪ টাকা। এছাড়াও মুম্বইতে রুপোর দাম প্রতি কেজি ৬১,৮৪৩ টাকা।
প্রসঙ্গত আগামী দু মাসে সোনার দামে অস্থিরতা দেখা দেওয়ার সম্ভবনা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের উপর কড়া নজর রেখে দেশ বিদেশের করোনার নিষেধাজ্ঞায় কী প্রতিক্রিয়া দেখা দেবে তা সোনার দামে অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।