Gold Price Today : ফের কপালে ভাঁজ গয়না ক্রেতাদের! সপ্তাহের প্রথম দিনে হলুদ ধাতু কিনতে খসবে কত?

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

May 30, 2022 | 1:26 PM

Gold Price Today : সপ্তাহের শুরুতেই ফের ঊর্ধ্বমুখী সোনার দাম। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রুপোর দামও। এদিন এক কেজি রুপোর দাম বেড়েছে ৩০০ টাকা।

Gold Price Today : ফের কপালে ভাঁজ গয়না ক্রেতাদের! সপ্তাহের প্রথম দিনে হলুদ ধাতু কিনতে খসবে কত?
ছবি সৌজন্যে : গুগল

Follow Us

কলকাতা : সপ্তাহের শুরুর দিনে বাজার খুলতেই ফের ঊর্ধ্বমুখী সোনার দাম। রুপোর দামেও ফারাক চোখে পড়ার মতো। গত দু’দিন অপরিবর্তিত ছিল সোনার দাম। কিন্তু সোমবার ফের সোনার দাম বাড়াতে মাথায় হাত গয়না ক্রেতাদের। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ১০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বাড়ল ১১০ টাকা। এদিন এক কেজি রুপোর দাম বেড়েছে ৩০০ টাকা।

এমসিএক্স সূচকে এদিন বেলা ১ টা অনুযায়ী সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭৮৫ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৮,২৮০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,৮৫০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭৮,৫০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,২২০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,৭৬০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫২,২০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,২২,০০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৬২,৫০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

সপ্তাহের শুরুতেই ঊর্ধ্বমুখী সোনার দাম। পিছিয়ে নেই রুপোও। সোনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রুপোর দামও। গত বৃহস্পতিবারে কিছুটা দাম কমেছিল সোনার। কিন্তু দামে এই পতন ছিল ক্ষণস্থায়ী। তারপর থেকেই ফের সোনার দাম বাড়তে থাকে। গত দু’দিন স্থির থাকলেও ফের লাফিয়ে বাড়ল সোনার দাম। এদিন ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৪৭,৮৫০ টাকা। এদিন এক কেজি রুপোর দাম বেড়ে হয়েছে ৬২,৫০০ টাকা।

বিশ্ব বাজারেও দাম বাড়ল সোনার। এদিন এক ট্রয় আউন্স সোনার দাম হয়েছে ১,৮৫৯.৮৬ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

সোমবার বাজার খুলতেই দাম বাড়ল টাইটান কোম্পানির শেয়ারের। এদিন টাইটানের শেয়ারের দাম হয়েছে ২,২৪৫.৪৫ টাকা। পিসি জুয়েলারের শেয়ারের দাম হয়েছে ২০.৮০ টাকা। এদিন দাম বাড়ল কল্যাণ জুয়েলারের শেয়ারেরও। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম হয়েছে ৫৯.২৫ টাকা।

Next Article