কলকাতা : সোনার বাজারে আগুন লেগেছে যেন। প্রতিদিন দাম বাড়ছে সোনার। পাল্লা দিয়ে বাড়ছে রুপোর দামও। গতকাল ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছিল ৬০০ টাকা। বুধবার আবার তা বাড়ল ১৫০ টাকা। গতকাল ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছিল ৬৬০ টাকা। এদিন তা বাড়ল ১৬০ টাকা। সোনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রুপোর দামও। গতকাল রুপোর দাম নিম্নমুখী হলেও ফের বাড়ল রুপোর দাম। এদিন এক কেজি রুপোর দাম বাড়ল ৪০০ টাকা।
প্রতিবেদনটি লেখার সময় অনুযায়ী আজকের সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭৯০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৮,৩২০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,৯০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭৯,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,২২৫ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,৮০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫২,২৫০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,২২,৫০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৬২,০০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
গত ২ রা মে থেকে আজ অবধি এদিন সর্বোচ্চ রয়েছে সোনার দাম। সপ্তাহ শুরু থেকেই ঊর্ধ্বমুখী সোনার দাম। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ১৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ১৬০ টাকা। রুপোর দামও ঊর্ধ্বমুখী। গতকাল রুপোর শেষ দাম অনুযায়ী, ৫০০ টাকা দাম কমেছিল রুপোর। কিন্তু এদিন বাজার খুলতেই ফের ঊর্ধ্বমুখী রুপোর দাম।
বিশ্ব বাজারেও বাড়ল সোনার দাম। এদিন এক ট্রয় আউন্স সোনার দাম হয়েছে ১,৮৬৭.৫০ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
বুধবার শেয়ার বাজারে দাম কমল টাইটান কোম্পানি, কল্যাণ জুয়েলার ও পিসি জুয়েলারের শেয়ারের। এদিন টাইটান কোম্পানির শেয়ারের শেষ দাম বেড়ে হয়েছে ২,১১৩.২৫ টাকা। কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম হল ৫৯.৩০ টাকা। পিসি জুয়েলারের শেয়ারের এদিন দাম হল ১৯.৯৫ টাকা।