কলকাতা: ধনতেরস আর দীপাবলির দিন সোনা কেনা শুভ বলে বিবেচিত হয়। যদি আপনিও এই ধনতেরসে সোনা কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে সোনায় বিনিয়োগ করার ভীষণই ভাল সুযোগ রয়েছে। বর্তমানে সোনার দাম আপনার পকেট অনুযায়ীই রয়েছে। বিনিয়োগের কথা বলা হলে, এক মাসের ভেতর সোনা বিনিয়োগকারীদের ভাল রিটার্ন এনে দিয়েছে। এক মাসে ১০ গ্রাম সোনার উপর বিনিয়োগকারীরা ১২০০ টাকার বেশি রিটার্ন পেয়েছেন।
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) আজ ডিসেম্বর মাসের সোনার দাম ৪৭,৬৭৫ টাকা। অন্যদিকে রুপোর দাম সামান্য কমেছে। এমসিএক্সে ৩ ডিসেম্বরের জন্য সোনা ৬৪,৪২৫ টাকা প্রতি কেজি দাম রয়েছে।
কলকাতার সোনা-রুপোর দর
কলকাতায় সোনার দাম আজ আজ বাড়েওনি কমেওনি। এদিন কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৪,৭১৫ টাকা। অন্যদিকে ৮ গ্রাম ২২ ক্যারেট সোনা ৩৭,৭২০ টাকা। এছাড়াও ১০ গ্রাম এবং ১০০ গ্রাম সোনার দাম যথাক্রমে ৪৭,১৫০ টাকা এবং ৪,৭১,৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিন কলকাতায় ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৪,৯৮৫ টাকা। এবং ৮ গ্রাম সোনার দাম ৩৯,৮৮০ টাকা। এছাড়াও ১০ গ্রাম এবং ১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম যথাক্রমে ৪৯,৮৫০ টাকা এবং ৪,৯৮,৫০০ টাকা।
শেয়ার বাজারে সোনা-রুপোর দর
সোনার দাম আজ শেয়ার বাজারে অনেকটাই বেড়েছে। এদিন কমোডিটির (MCX) বাজারে ডিসেম্বর মাসের সোনার দাম ০.০২ শতাংশ অর্থাৎ ১০টাকা বেড়ে হয়েছে ৪৭,৬৪৫.০০ টাকা। অন্যদিকে ডিসেম্বর মাসের রুপোর দাম এদিন -০.২২ শতাংশ অর্থাৎ ১৪১ টাকা কমে হয়েছে ৬৪,৩৯৩ টাকা।
জুয়েলারি শেয়ার হালহকিকত
সোনা-রুপোর দাম এদিন মিলিয়ে জুলিয়েই থেকেছে জুয়েলারি মার্কেটের শেয়ারে। আজ টাইটান কোম্পানির শেয়ারের দাম ০.৯৬ শতাংশ বেড়ে হয়েছে ২,৪০৮৯.২০ টাকা। রাজেশ এক্সপোর্টের শেয়ারের দাম ০.১৭ শতাংশ বেড়ে হয়েছে ৬৩৮.৮৫ টাকা। অন্যদিকে বৈভব গ্লোবালের শেয়ারের দাম -২.২৪ শতাংশ কমে হয়েছে ৫৬২.০০ টাকা। এছাড়াও কল্যাণ জুয়েলার্সের শেয়ারের দাম ০.৪৬ শতাংশ বেড়ে হয়েছে ৭৬.৭০ টাকা। এবং গোল্ডিয়াম ইন্টারের শেয়ারের দাম -০.৬৩ শতাংশ কমে হয়েছে ৯৭৪.৬৫ টাকা।
বিশ্বে সোনা-রুপোর বাজার
বিশ্ববাজারেও বুধবার সোনার দাম বেড়েছে। পাশাপাশি বেড়েছে রুপোর দাম। এদিন বিশ্ববাজারে সোনার দাম +০.৩৫ শতাংশ অর্থাৎ ৬.১৮ ডলার বেড়ে প্রতি আউন্সের দাম হয়েছে ১,৭৮৬.৫৩ ডলার। অন্যদিকে রুপোর দামও ০.৩৪ শতাংশ অর্থাৎ ০.০৮ সেন্ট বেড়ে হয়েছে ২৩.৮৭ ডলার প্রতি আউন্স।
সোনার মিউচুয়াল ফান্ড
এদিনও মিউচুয়াল ফান্ডের দাম গড়পড়তা কমতে দেখা গিয়েছে। এদিন অ্যক্সিস গোল্ড ইটিএফ- এর দাম -০.২৪ শতাংশ কমে হয়েছে ৪১.২১ টাকা। বিড়লা গোল্ড ইটিএফ-এর দাম এদিন ০.০০ শতাংশ বেড়ে হয়েছে ৪,৩৭২.০০ টাকা। গোল্ড বিইএএস (Gold BeES) দাম -০.৬৩ শতাংশ কমে হয়েছে ৪১.২৫ টাকা। এছাড়াও এইচডিএফসি এবং আইসিআইসিআই গোল্ড ইটিএফ এর দাম যথাক্রমে -০.৬৮ শতাংশ এবং – ০.৩৩ শতাংশ কমে হয়েছে ৪২.৩৫ টাকা ও ৪২.৩৭ টাকা।
আরও পড়ুন: Petrol Price Today: কলকাতায় ১১০ নটআউট পেট্রোল, সেঞ্চুরি করেও বিস্ফোরক ডিজেল