Petrol Price Today: কলকাতায় ১১০ নটআউট পেট্রোল, সেঞ্চুরি করেও থামছে না ডিজেল

TV9 Bangla Digital | Edited By: Shubhendu Debnath

Nov 01, 2021 | 5:58 PM

Petrol Price Today: বিশ্ববাজারে গত শনিবার দিন ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ছিল ৮৩ ডলার প্রতি ব্যারেল। বিশেষজ্ঞদের অনুমান দ্রুতই এই দাম ৯০ ডলারের পৌঁছতে পারে। যদিও ভার সরকার তেল রফতানিকারী দেশ সৌদি আরবের মতো দেশগুলির কাছে আবেদন জানিয়েছিল অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধিতে রাশ টানতে। কিন্তু মধ্যপ্রাচ্যের তেল রফতানিকারী দেশগুলি এখনই তেলের জোগান বাড়াতে রাজি হয়নি।

Petrol Price Today: কলকাতায় ১১০ নটআউট পেট্রোল, সেঞ্চুরি করেও থামছে না ডিজেল
জ্বালানির মূল্যবৃদ্ধিতে এবার বিধানসভায় প্রতিবাদ (ফাইল ছবি)

Follow Us

কলকাতা: সেঞ্চুরি করার পরও থামার নাম নেই পেট্রোল ডিজেলের তান্ডব। গত বুধবার থেরে আজ রবিবার, এই নিয়ে টানা পাঁচদিন বাড়ল পেট্রোল ডিজেলের দাম। এদিন কলকাতায় পেট্রোল ৩৩ পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে ৩৫ পয়সা। রবিবার কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটার ১১০.১৫ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ১০১.৫৬ টাকা।

চলতি অক্টোবর মাসে ৩১দিনের মধ্যে মোট ২৫ বার বেড়েছে পেট্রোল ডিজেলের দাম। গত এক মাসে পেট্রোলের দাম বেড়েছে ৭.৪৫ পয়সা, অন্যদিকে ডিজেলের দাম বেড়েছে ৭.৯০ টাকা প্রতি লিটার। গত পাঁচদিনে কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে ১.৬৮ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম প্রতি লিটারে বেড়েছে ১.৭৬ টাকা। বিশ্ববাজারে অপরিশোধিত তেল অর্থাৎ ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ক্রমাগত বাড়ছে, যে কারণে ভারতেও পাল্লা দিয়ে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম।

বিশ্ববাজারে গত শনিবার দিন ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ছিল ৮৩ ডলার প্রতি ব্যারেল। বিশেষজ্ঞদের অনুমান দ্রুতই এই দাম ৯০ ডলারের পৌঁছতে পারে। যদিও ভার সরকার তেল রফতানিকারী দেশ সৌদি আরবের মতো দেশগুলির কাছে আবেদন জানিয়েছিল অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধিতে রাশ টানতে। কিন্তু মধ্যপ্রাচ্যের তেল রফতানিকারী দেশগুলি এখনই তেলের জোগান বাড়াতে রাজি হয়নি। ফলে যদি এই মুহূর্তে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি তেলের কর হ্রাস না করলে জ্বালানির জ্বালায় জ্বলবেন দেশের সাধারণ নাগরিক। তবে জানা গিয়েছে মধ্যপ্রাচ্যের তেল রফতানিকারী দেশগুলি তেলমন্ত্রীদের কাছে মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সমাধানের আর্জি জানিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, গত দু বছর ধরে করোনার প্রকোপে জ্বালানি তেলের চাহিদা কমায় তেল রফতানিকারী দেশগুলি তেলের জোগান কমিয়ে দিয়েছিল। বিশ্বের অর্থনীতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পরও সেই জোগান বাড়ায়নি তারা।

এদিন রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ছিল প্রতি লিটার ১০৯.৬৯ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯৮.৪২ টাকা। মুম্বইতে পেট্রেলোর দাম প্রতি লিটার ১১৫.৫০ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ১০৬.৬২ টাকা। চেন্নাইতে পেট্রোলের দাম প্রতি লিটার ১০৬.৩৫ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ১০২.৫৯ টাকা। প্রসঙ্গত জানিয়ে দিই পেট্রোল ডিজেলের রেকর্ড দামের ফলে পেট্রোপণ্যের উৎপাদন শুল্ক থেকে দারুণ ফায়দা হয়েছে সরকারের। চলতি অর্থ বর্ষের প্রথম ছ’মাসে পেট্রোপণ্যের উৎপাদন শুল্ক থেকে সরকারের আয় বেড়েছে ৩৩ শতাংশ। অন্য দিকে কোভিড অতিমারীর আগের তুলনায় এই আয় বেড়েছে ৭৯ শতাংশ।

আরও পড়ুন: পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধিতে ‘শ্রীবৃদ্ধি’ সরকারের রাজকোষে, রোজগার বাড়ল ৩৩ শতাংশ

Next Article