কলকাতা: চলতি মাসের গোড়া থেকেই হাসি ফুটেছে স্বর্ণ ব্যবসায়ীদের মুখে। কার্যত নিম্নমুখী হলুদ ধাতুর দাম (Gold Price)। ফলে বিয়ের মরশুমে কিছুটা স্বস্তির শ্বাস নিতে পেরেছে গৃহস্থরা। তাই সোনার দোকানে ক্রেতাদের ভিড় বেড়েছে। সোমবার তো সোনার দাম এক ধাক্কায় হাজার টাকা কমেছিল। মঙ্গলবার দাম না কমলেও অপরিবর্তিত রয়েছে সোনার মূল্য। আবার কিছুটা কমেছে রুপোর দাম (Silver Price)। এটাও যে গৃহস্থদের কাছে অনেকটা স্বস্তিদায়ক, তা বলার অপেক্ষা রাখে না। আজকের সোনা ও রুপোর দাম দেখে নেওয়া যাক একনজরে…
১৩ জুন, মঙ্গলবার ২২ ক্যারেট সোনার দাম
২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম- ৫,৫৪০ টাকা
২২ ক্যারেট ৮ গ্রাম সোনার দাম- ৪৪,৩২০ টাকা
২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম- ৫৫,৪০০ টাকা
২২ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম- ৫,৫৪,০০০ টাকা
১৩ জুন, মঙ্গলবার ২৪ ক্যারেট সোনার দাম
২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম-৬,০৪৫ টাকা
২৪ ক্যারেট ৮ গ্রাম সোনার দাম- ৪৮,৩৬০ টাকা
২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম- ৬০,৪৫০ টাকা
২৪ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম- ৬,০৪,৫০০ টাকা
১৩ জুন, মঙ্গলবার রুপোর দাম
১ গ্রাম রুপোর দাম- ৭৪.১০ টাকা
৮ গ্রাম রুপোর দাম- ৫৯২.৮০ টাকা
১০ গ্রাম রুপোর দাম- ৭৪১ টাকা
১০০ গ্রাম রুপোর দাম- ৭,৪১০ টাকা
১ কেজি রুপোর দাম- ৭৪,১০০ টাকা