Gold Price Today: অক্ষয় তৃতীয়ায় ‘ক্ষয়’ হল না সোনার দরে, তবে কমল রুপো

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Apr 22, 2023 | 11:08 AM

Gold Price Today: অক্ষয় তৃতীয়ায় অপরিবর্তিত সোনার দর (Gold Price Today)। গতকাল দামবৃদ্ধির পর আজ সোনার দামে নড়চড় না হওয়ায় মুখে হাসি ক্রেতাদের। এদিকে আজ অনেকটা হারে দাম কমেছে রুপোর।

Gold Price Today: অক্ষয় তৃতীয়ায় ক্ষয় হল না সোনার দরে, তবে কমল রুপো
প্রতীকী ছবি
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: আজ অক্ষয় তৃতীয়া। সোনার দোকানে দোকানে পুজো হচ্ছে ধন লক্ষ্মীর। আর এই পুণ্য তিথিতে দাম বাড়ল না হলুদ ধাতুর (Gold Price Today)। স্বস্তি ক্রেতা ও বিক্রেতাদের। আজ সোনার দাম অপরিবর্তিত থাকলেও দাম কমল রুপোর। আজ দাম কমল রুপোলি ধাতুর (Silver Price Today)। শনিবার ১ কেজি রুপোর দাম কমেছে ৭০০ টাকা।

শনিবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,৬০৫ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪৪,৮৪০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫৬,০৫০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,৬০,৫০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৬,১১৫ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৮,৯২০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৬১,১৫০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৬,১১,৫০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৭৬,৯০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

গতকাল অক্ষয় তৃতীয়ার আগে দাম বেড়েছিল সোনার। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছিল ২০০ টাকা। আজ অপরিবর্তিত রয়েছে হলুদ ধাতুর দর। তবে আজ অনেকটা দাম কমেছে রুপোর। শনিবার গত ১০ দিনে সর্বনিম্ন হল রুপোর দর।

আজ বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম রয়েছে ১,৯৮২.৪৪ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

শনিবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমল টাইটান কোম্পানির শেয়ারের। এ দিন এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ২,৫৭৫ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ১০৩ টাকা। আজ দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ২৫.৭০ টাকা।

*উপরের সোনার হারগুলি নির্দেশক মাত্র। এতে জিএসটি, টিসিএস এবং অন্যান্য শুল্ক অন্তর্ভুক্ত নেই। সঠিক দামের জন্য আপনার স্থানীয় জুয়েলারের সঙ্গে যোগাযোগ করুন।*

Next Article