Gold Price Today: দ্বিতীয়াতে কি সস্তা হল সোনা-রুপো? বড় আপডেট রয়েছে আজ

Gold-Silver Price Update: আজ দ্বিতীয়া। ইতিমধ্যেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়। কেউ কেউ আবার শেষ মুহূর্তের শপিং করছেন। পুজোর মুখে আপনার যদি গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে রয়েছে বড় খবর।

Gold Price Today: দ্বিতীয়াতে কি সস্তা হল সোনা-রুপো? বড় আপডেট রয়েছে আজ
ফাইল চিত্রImage Credit source: Pixabay
Follow Us:
| Updated on: Oct 04, 2024 | 1:13 PM

কলকাতা: উৎসব শুরু হয়ে গিয়েছে। আজ দ্বিতীয়া। ইতিমধ্যেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়। কেউ কেউ আবার শেষ মুহূর্তের শপিং করছেন। পুজোর মুখে আপনার যদি গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে রয়েছে বড় খবর। আজ, শুক্রবার আবার বাড়ল সোনার দাম। তবে রুপোর দাম একই রয়েছে। পুজোর আগেই দেখে নিন সোনা-রুপোর দর-

২২ ক্যারেটের সোনার দাম-

২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭১১০ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭১ হাজার ১০০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ হবে ৭ লক্ষ ১১ হাজার টাকা। একদিনে ১ হাজার টাকা বেড়েছে সোনার দাম।

২৪ ক্যারেটের সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৭৫৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৭ হাজার ৫৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ লক্ষ ৭৫ হাজার ৬০০ টাকা। একদিনে ১১০০ টাকা দাম বেড়েছে সোনার।

১৮ ক্যারেটের সোনার দাম-

আজ ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫৮১৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৮ হাজার ১৭০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৮১ হাজার ৭০০ টাকা। একদিনে ৮০০ টাকা দাম বেড়েছে সোনার।

রুপোর দাম-

সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপোর দাম। আজ ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৯৫০০ টাকা। ১ কেজি রুপো কিনতে খরচ হবে ৯৫ হাজার টাকা।