সামনেই আসছে বিয়ের মরশুম। পাশাপাশি আসতে চলেছে নবরাত্রি আর বাঙালির দুর্গাপুজোর মত বড়সড় উৎসবও। পণ্য়ের বাজারের কারবারিরা মুখিয়ে থাকেন যার জন্য়। তবে গত কয়েকদিন ধরেই ভারতের বাজারে সোনা-রুপোর বাজারে খুব বেশি গতি দেখা যায়নি। যা নিয়ে যথেষ্ট চিন্তত এই বাজারের বিনিয়োগকারীরা। গত শুক্রবার আন্তর্জাতিক বাজারে রূপোর চাহিদা কমার খবরে রূপোর দাম নেমে গিয়েছিল অনেকটাই নীচে দিকে। অন্য়দিকে সোনার দামও বেড়েছিল খুবই সামান্য়ই। শুক্রবার সোনার দাম মাত্র ২ টাকা বৃ্দ্ধি পেয়েছিল। এই অবস্থায় অনেকেই সংকোচে ছিলেন আসন্ন বিয়ে এবং উৎসবের মরশুমে পণ্য়ের বাজারে বিনিয়োগ করা নিয়ে। তবে আজ সপ্তাহের শেষ দিনে অনেকটাই গতি দেখা গিয়েছে সোনা-রুপোর বাজারে। আসুন দেখে নেওয়া যাক কতটা সুরক্ষিত আগামী সপ্তাহে সোনা-রুপোর বাজারে অর্থের বিনিয়োগ।
সপ্তাহের শেষদিনে সোনার দাম বড়সড় গতি দেখা গেল। এই গতির কারণেই ঘরোয়া মার্কেটে সোনার দাম মাসের শীর্ষ স্তর ছুঁল। অন্য়দিকে আন্তর্জাতিক বাজারেও এই দাম গত সাত সপ্তাহের মধ্য়ে শীর্ষ স্থান দখল করেছে। সোনার কারবারিদের বক্তব্য় এখন এই দাম স্থির নয়, যে কারণে চাহিদার উপরেও প্রভাব দেখা যাচ্ছে। সপ্তাহের শেষ দিন সোনার দাম ৪৯৬ টাকা বেড়েছে। সোনার দামের এই মূল্য়বৃদ্ধিতে বাজার বন্ধের সময় ডেলিভারির সোনার দাম ছিল প্রতি দশ গ্রামে ৪৭৪৮৭ টাকা। ডিসেম্বরের ডেলিভারি সোনার দাম ৪৭১ টাকা বেড়ে বাজার শেষে ছিল ৪৭,৬১০ টাকা প্রতি দশ গ্রাম। দিল্লির সোনা-রুপোর বাজারে ২৪ ক্য়ারেট সোনার দাম ২ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪৬,১৭১ টাকা। বৃহস্পতিবার সোনার দাম ছিল ৪৬,১৬৯ টাকা।
২৪ ক্য়ারেট সোনার দাম ৪৭২৪৬ টাকা
ইন্ডিয়ান বুলিয়ান জুয়েলার্স অর্থাৎ IB JA-এর ওয়েবসাইটে এই সপ্তাহে ২৪ গ্রাম সোনার দাম ছিল প্রতি দশ গ্রাম ৪৭২৪৬ টাকা। আন্তর্জাতিক বাজারে সোনার দর থেকেছে প্রতি আউন্স ১৮৩০ ডলার। এক আউন্স সোনার অর্থ ২৮.৩৪ গ্রাম।
রুপোর দাম প্রতি কিলোগ্রাম ৬৩২০২ টাকা
রুপোর দামও এই সপ্তাহের শেষদিন অনেকটাই বেড়েছে। MCX-এ সেপ্টেম্বরে ডেলিভারির রুপোর দাম ছিল প্রতি কিলোগ্রাম ৬৩,২০২ টাকা। ডিসেম্বরের ডেলিভারি রুপোর দাম ১৮৬৯ টাকা বেড়ে প্রতি কিলোগ্রাম ৬৫১৫৪ টাকায় বন্ধ হয়েছে। মার্চ ২০২২-এর ডেলিভারি রুপোর দাম ১৮৩৯ টাকা বেড়ে কিলো প্রতি ৬৫৯৮৬ টাকায় বন্ধ হয়েছে।
৯৯.৯ শতাংশ খাঁটি রুপোর দাম
ইন্ডিয়ান বুলিয়ানে বাজার বন্ধের সময় ৯৯.৯ শতাংশ খাঁটি রুপোর দাম ছিল ৬৩৪৭৫ টাকা। আন্তর্জাতিক বাজারে রুপোর দাম প্রতি আউন্স ছিল ২৪.৭৯৭ ডলার। এক আউন্স সমান ২৮.৩৪ গ্রাম।
গয়নার চাহিদা এখনও কম
গয়নার বাজারে সোনার চাহিদা এখনও কমই রয়েছে। IB JA-এর ডিরেক্টর হরেশ আচার্য জানিয়েছেন দামে ওঠানামা বজায় রয়েছে। যে কারণে চাহিদাও কম। তবে বিয়ের মরশুমের কারণে চাহিদা বাড়তে শুরু করেছে। রাখিবন্ধনের সময় সোনার চাহিদা বাড়তে দেখা গিয়েছিল। আরও পড়ুন:নবান্নের প্যাডে ছাপানো পূর্ত দফতরের নিয়োগপত্র, ৪ লক্ষ টাকা দিয়েই মাথায় হাত যুবকের!