Gold Price: বাজেটের আগে সোনার দামে উর্ধ্বগতি! বদলে কিনতে পারেন প্ল্যাটিনাম

Jun 28, 2024 | 11:48 AM

Gold, Silver and Platinum price: সোনার দাম বাড়লেও অনেকটা দাম কমেছে প্ল্যাটিনামের। দাম অপরিবর্তিত রয়েছে আরেক মূল্যবান ধাতু রুপোরও। অনেকেই সোনায় বিনিয়োগ করেন। আবার অনেকে কেনেন সোনার অলঙ্কার। যদি আপনিও এই দলের একজন হয়ে থাকেন, তাহলে দেখে নিন এদিন কলকাতায় সোনা রুপো এবং প্ল্যাটিনাম - তিন মূল্যবান ধাতুর কোনটার কী দাম রয়েছে।

Gold Price: বাজেটের আগে সোনার দামে উর্ধ্বগতি! বদলে কিনতে পারেন প্ল্যাটিনাম
ফাইল চিত্র
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: সামনেই কেন্দ্রীয় বাজেট। গত এক সপ্তাহ ধরে ধীরে ধীরে দাম পড়ছিল সোনার। কিন্তু, শুক্রবার (২৮ জুন), একদিনে প্রায় ৪,৩০০ টাকা দাম বাড়ল সোনার। সোনার দাম বাড়লেও অনেকটা দাম কমেছে প্ল্যাটিনামের। দাম অপরিবর্তিত রয়েছে আরেক মূল্যবান ধাতু রুপোরও। অনেকেই সোনায় বিনিয়োগ করেন। আবার অনেকে কেনেন সোনার অলঙ্কার। যদি আপনিও এই দলের একজন হয়ে থাকেন, তাহলে দেখে নিন এদিন কলকাতায় সোনা রুপো এবং প্ল্যাটিনাম – তিন মূল্যবান ধাতুর কোনটার কী দাম রয়েছে। আজ কি সোনা কেনা বুদ্ধিমানের কাজ হবে?

২২ ক্যারেট সোনার দাম

কলকাতায় এদিন ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম রয়েছে ৬৬১৫ টাকা। একদিনে প্রতি গ্রামে দাম বেড়েছে ৪০ টাকা। আর ১০০ গ্রামে ৪০০০ টাকা।

২৪ ক্যারেট সোনার দাম

কলকাতায় এদিন ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনা কিনতে গেলে লাগবে ৭,২১৬ টাকা। একদিনে প্রতি গ্রামে দাম বেড়েছে ৪৩ টাকা, আর প্রতি ১০০ গ্রামে ৪৩০০ টাকা।

১৮ ক্যারেট সোনার দাম

১৮ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ৩২ টাকা বেড়ে হয়েছে ৫৪১২ টাকা। ১০০ গ্রামে দাম বেড়েছে ৩২০০ টাকা।

রুপোর দাম

সোনার দামের সঙ্গে থে তাল মিলিয়ে বাড়ে-কমে রুপোর দাম। গত কয়েক মাস ধরে, আন্তর্জাতিক স্তরে দাম বাড়ায়, ভারতেও দাম বেড়েছে রুপোর দাম। ফলে কলকাতাতেও রুপোর দাম বেড়েছে। বছরের শুরু থেকে, রুপোর দাম প্রায় ৫ থেকে ৭ শতাংশ বেড়েছে। এদিন অবশ্য অপরিবর্তিতই রয়েছে রুপোর দাম। এদিন কলকাতায় প্রতি গ্রাম রুপোর দাম রয়েছে ৯০ টাকা।

প্ল্যাটিনামের দাম

সোনার থেকে চারগুণ শক্তিশালী প্ল্যাটিনাম। কলকাতায় এদিন প্রতি গ্রামে ৩৮ টাকা দাম কমেছে প্ল্যাটিনামের। এদিন কলকাতায় প্রতি গ্রাম প্ল্যাটিনামের দাম রয়েছে ২,৬৬৫ টাকা।

Next Article