নয়া দিল্লি: মাস শেষ হতে আর কয়েকদিন বাকি। তারপরই নতুন মাস শুরু। প্রতি মাসের মতোই জুলাই মাসেও বদলে যাচ্ছে একাধিক নিয়ম। বিশেষ করে ব্যাঙ্কিং সংক্রান্ত একাধিক নিয়মে বদল হচ্ছে জুলাই মাস থেকে। এই তথ্য যদি আপনার জানা না থাকে, তবে জুলাই মাস থেকে আপনিও সমস্যায় পড়বেন।
পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের উপরে আগেই নিষেধাজ্ঞা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। জুলাই মাস থেকে বন্ধ করে দেওয়া হবে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের ওয়ালেটগুলি। জিরো ব্যালেন্স সহ নিষ্ক্রিয় ওয়ালেটগুলি বন্ধ করে দেওয়া হবে। ২০ জুলাইয়ের পর থেকে আর লেনদেন হবে না এই অ্যাকাউন্টগুলি থেকে। বিগত এক বছর বা তার বেশি সময় ধরে যে ওয়ালেটগুলিতে লেনদেন হয়নি, তা বন্ধ করে দেওয়া হবে। ২০ জুলাইয়ের পর আর লেনদেন হবে না। ব্যবহারকারীদের ওয়ালেট বন্ধ করার ৩০ দিন আগেই এই বিষয়ে নোটিস দেওয়া হবে।
জুলাই মাস থেকে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া( SBI) তাদের ক্রেডিট কার্ডের নিয়মে বড় পরিবর্তন আনছে। ১ জুলাই থেকে কিছু ক্রেডিট কার্ডের লেনদেনে রিওয়ার্ড পয়েন্ট জমা হওয়া বন্ধ করে দেওয়া হবে।
আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI)-র ক্রেডিট কার্ডের নিয়মেও বদল আসছে। ১ জুলাই থেকে সমস্ত কার্ডে (Emerald Private Metal Credit বাদে) কার্ড রিপ্লেসমেন্ট বা প্রতিস্থাপন ফি ১০০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হবে।
২০২৩-২৪ অর্থবর্ষের জন্য আয়কর রিটার্ন (ITR) ফাইল করার সময়সীমা হল ৩১ জুলাই। এই তারিখের মধ্যেই আয়কর রিটার্ন জমা করতে হবে। যদি তা না করেন, তবে জরিমানা দিতে হবে।