কলকাতা: বিয়ের মরশুম চলছে। ডিসেম্বরের মাঝামাঝি সময় অবধি একাধিক বিয়ের লগ্ন রয়েছে। আর বিয়ে মানেই তো সোনার গহনা কেনাকাটি। বর-কনেকে সাজাতে হোক বা উপহারে- সোনার গহনা কিনতেই হয়। বিয়ের মরশুমে ঊর্ধ্বমুখী সোনার দাম। আজ এক ধাক্কায় ২ হাজার টাকা বাড়ল সোনার দাম। সামান্য বেড়েছে রুপোর দাম। তবে বেশ কিছুটা কমেছে প্ল্যাটিনামের দাম। বাঙালিও তাই ট্রাডিশনাল সোনা ছেড়ে হাত বাড়িয়েছে রুপো, প্ল্যাটিনামের গহনার দিকে। গহনার দোকানে যাওয়ার আগে এক নজরে দেখে নিন আজকের সোনার দাম।
১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম আজ রয়েছে ৫,৭৭০ টাকা। গতকাল এর দাম ছিল ৫৭৫০ টাকা। অর্থাৎ একদিনে ২০ টাকা দাম বেড়েছে।
৮ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম আজ রয়েছে ৪৬ হাজার ১৬০ টাকা। গতকাল দাম ছিল ৪৬ হাজার টাকা। একদিনে দাম বেড়েছে ১৬০ টাকা।
১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম আজ রয়েছে ৫৭ হাজার ৭০০ টাকা। গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৭ হাজার ৫০০ টাকা। অর্থাৎ একদিনে ২০০ টাকা বেড়েছে ১০ গ্রাম সোনার দাম।
১০০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৭৭ হাজার টাকা। গতকাল এর দাম ছিল ৫ লক্ষ ৭৫ হাজার টাকা। অর্থাৎ একদিনে ২ হাজার টাকা দাম বেড়েছে।
আজ ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬২ হাজার ৯৫০ টাকা। গতকাল এর দাম ছিল ৬২ হাজার ৭৩০ টাকা। অর্থাৎ একদিনে দাম বেড়েছে ২২০ টাকা।
২৪ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ ২৯ হাজার ৫০০ টাকা। গতকাল ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৬ লক্ষ ২৭ হাজার ৩০০ টাকা। অর্থাৎ একদিনে ২২০০ টাকা দাম বেড়েছে।
১০ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম আজ রয়েছে ৪৭ হাজার ২১০ টাকা। গতকাল এর দাম ছিল ৪৭ হাজার ৪০ টাকা। অর্থাৎ একদিনে দাম বেড়েছে ১৭০ টাকা। ১০০ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম আজ রয়েছে ৪ লক্ষ ৭২ হাজার ১০০ টাকা। গতকালের তুলনায় আজ ১৭০০ টাকা দাম বেড়েছে।
আজ ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৭৯ হাজার ৫০০ টাকা। গতকাল এর দাম ছিল ৭৯ হাজার ২০০ টাকা। একদিনে দাম বেড়েছে ৩০০ টাকা।
বিয়ের মরশুমে তুলনামূলকভাবে কম দাম প্ল্যাটিনামের। ১০০ গ্রাম প্ল্যাটিনামের দাম ২ লক্ষ ৪৮ হাজার ২০০ টাকা। গতকাল এর দাম ছিল ২ লক্ষ ৫০ হাজার ২০০ টাকা। অর্থাৎ একদিনে ২০০০ টাকা দাম কমেছে।