Gold Price Today: বাড়ল সোনার দাম, রুপোর দাম এখনও ধারাবাহিকভাবে নীচে

TV9 Bangla Digital | Edited By: Shubhendu Debnath

Sep 29, 2021 | 4:55 PM

সপ্তাহের তৃতীয় দিন শেয়ার বাজারেও সোনা-রুপোর দাম স্থির রয়েছে। কমোডিটির (MCX) বাজারে অক্টোবর মাসের সোনার দাম ছিল ৪৫,৯৬৫.০০ টাকা। অন্যদিকে ডিসেম্বর মাসের রুপোর দাম এদিন -০.৫০ শতাংশ কমে হয়েছে ৬০,১৬১ টাকা।

Gold Price Today: বাড়ল সোনার দাম, রুপোর দাম এখনও ধারাবাহিকভাবে নীচে

Follow Us

কলকাতা: সোনার দাম সাত সপ্তাহ ধরে কমছে। আজ বুধবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (MCX)-এ অক্টোবর মাসের সোনা সকাল ৯টায় ০.১২ শতাংশ বেড়ে হয়েছিল প্রতি ১০ গ্রাম ৪৫,৯১০ টাকা। অন্যদিকে সেপ্টেম্বর মাসের রুপো ০.১৪ শতাংশ বেড়ে হয়েছে প্রতি কেজি ৬০,৫৫১ টাকা।

কলকাতার সোনা-রুপোর দর

সপ্তাহের তৃতীয়দিন বুধবার কলকাতায় সোনার প্রায় সামান্য কমেছে। এদিন কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫ টাকা কমে হয়েছে ৪,৫৫৫ টাকা। অন্যদিকে ৮ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪০ টাকা কমে ৩৬,৪৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও ১০ গ্রাম এবং ১০০ গ্রাম সোনার দাম ৫০ টাকা এবং ৫০০ কমে হয়েছে যথাক্রমে ৪৫,৫৫০ টাকা এবং ৪,৫৫,৫০০ টাকা।
এদিন কলকাতায় ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৪,৮২৫ টাকা। এবং ৮ গ্রাম সোনার দাম ৩৮,৬০০ টাকা। এছাড়াও ১০ গ্রাম এবং ১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম যথাক্রমে ৪৮,২৫০ টাকা এব ৪,৮২,৫০ টাকা।

 

শেয়ার বাজারে সোনা-রুপোর দর

সপ্তাহের তৃতীয় দিন শেয়ার বাজারেও সোনা-রুপোর দাম স্থির রয়েছে। কমোডিটির (MCX) বাজারে অক্টোবর মাসের সোনার দাম ছিল ৪৫,৯৬৫.০০ টাকা। অন্যদিকে ডিসেম্বর মাসের রুপোর দাম এদিন -০.৫০ শতাংশ কমে হয়েছে ৬০,১৬১ টাকা।

জুয়েলারি শেয়ার হালহকিকত

সোনা-রুপোর দাম কমার প্রভাব জুয়েলারি মার্কেটের শেয়ারেও পড়ছে। বুধবার টাইটান কোম্পানির শেয়ারের দাম ২,১৫৫.৪৫ টাকা। রাজেশ এক্সপোর্টের শেয়ারের দাম -০.৭২ শতাংশ কমে হয়েছে ৫৮৬.৪০ টাকা। অন্যদিকে বৈভব গ্লোবালের শেয়ারের দাম -০.৮৫ শতাংশ কমে হয়েছে ৬৯৯.২০ টাকা। এছাড়াও কল্যাণ জুয়েলার্সের শেয়ারের দাম ছিল ৬৯.৯৫ টাকা। তবে গোল্ডিয়াম ইন্টারের শেয়ারের দাম কমে গিয়েছে। গোল্ডিয়াম ইন্টারের শেয়ারের দাম -০.৫২ শতাংশ কমে হয়েছে ৯২৯.৯৫ টাকা।

 

বিশ্বে সোনা-রুপোর বাজার

বিশ্ববাজারে এদিন সোনার দাম বেড়েছে। পাশাপাশি রুপোর দামও এদিন পরশু দিনের তুলনায় অনেকটাই কমতে দেখা গিয়েছে। মঙ্গলবার বিশ্ববাজারে সোনার দাম +০.৫৮ শতাংশ অর্থাৎ ১০.১৬ ডলার বেড়ে প্রতি আউন্সের দাম হয়েছে ১,৭৪৫.৫৫ ডলার। অন্যদিকে রুপোর দাম -০.৫৯ শতাংশ অর্থাৎ -০.১৪ সেন্ট কমে হয়েছে প্রতি আউন্স ২২.৩৫ টাকা।

 

সোনার মিউচুয়াল ফান্ড

বুধবার মিউচুয়াল ফান্ডের দামে অনেকটাই উন্নতি দেখা গিয়েছে।। এদিন অ্যক্সিস গোল্ড ইটিএফ- এর দাম ০.৩৫ শতাংশ পরিবর্তিত হয়ে ৪০.১১ টাকা হয়েছে। বিড়লা গোল্ড ইটিএফ-এর দাম এদিন ছিল ৪,২০০.৮৪ টাকা। গোল্ড বিইএএস (Gold BeES) দাম ০.২০ শতাংশ পরিবর্তিত হয়ে ৪০.০৩ টাকা হয়েছে। এছাড়াও এইচডিএফসি এবং আইসিআইসিআই গোল্ড ইটিএফ এর দাম যথাক্রমে ০.৩৭ শতাংশ এবং ০.৫৬ শতাংশ পরিবর্তিত হয়ে ৪১.১৪ টাকা ও ৪১.১৫ টাকা হয়েছে।

আরও পড়ুন: আরও বাড়তে পারে পেট্রোল-ডিজেলের দাম, তিন বছরে রেকর্ড অপরিশোধিত তেলের

Next Article