রেকর্ড স্তর থেকে ৮,৯০০ টাকা সস্তা সোনা, জানুন কিনবেন কি কিনবেন না!

TV9 Bangla Digital | Edited By: Shubhendu Debnath

Sep 15, 2021 | 4:27 PM

মূল্যবান ধাতুর দাম ১৫ সেপ্টেম্বর ০.২৭ শতাংশ নেমে গিয়েছে। সোনা আর রুপোর দাম (Gold Silver Price) এখনও রেকর্ড স্তর থেকে ৮,৯০০ টাকা সস্তা হয়েছে।

রেকর্ড স্তর থেকে ৮,৯০০ টাকা সস্তা সোনা, জানুন কিনবেন কি কিনবেন না!

Follow Us

কলকাতা: সোনার দাম থমকে বুধবারও। গত চার দিনের মধ্যে ৩ দিন সোনার দাম পড়তে দেখা গিয়েছিল। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) অক্টোবরের সোনা প্রতি ১০ গ্রাম ৪৭,২১৫ টাকায় বিক্রি হচ্ছে। আজ রুপোর দাম অনেকটাই নীচে নামতে দেখা গিয়েছে। মূল্যবান ধাতুর দাম ১৫ সেপ্টেম্বর ০.২৭ শতাংশ নেমে গিয়েছে। সোনা আর রুপোর দাম (Gold Silver Price) এখনও রেকর্ড স্তর থেকে ৮,৯০০ টাকা সস্তা হয়েছে। দাম কমার কারণে বিশেজ্ঞরা মনে করছেন, এটাই সোনা কেনার সঠিক সময়, কারণ সামনেই উৎসবের মরশুমে সোনা আর রুপোর গয়নার দাম আবারও বাড়তে পারে।

২২ ক্যারেট সোনার দাম

গুডস রিটার্ন ওয়েবসাইটের মোতাবেক এ দিন দেশের রাজধানী দিল্লি আর মুম্বইতে ২২ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রাম ক্রমশ ৪৬,১৪০ টাকা আর ৪৬,০০০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনা দিল্লিতে ৫০,৩৪০ টাকা আর মু্ম্বইতে ৪৭,০০০ টাকায় বিক্রি হচ্ছে। চেন্নাইতে সকালে সোনা ৪৮,৩৮০ টাকা প্রতি ১০ গ্রাম এবং কলকাতায় প্রতি ১০ গ্রাম সোনা ৪৯,২৫০ টাকায় বিক্রি হয়েছে। বিহারেও সোনার দাম একই আছে। রাজধানী পাটনায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনা ৪৫,২২০ টাকায় বিক্রি হয়েছে। এছাড়াও ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনা বিক্রি হয়েছে ৪৮,৪১০ টাকায়। রুপোর দাম ২ টাকা কম হয়েছে। গতকাল যেখানে ১০ গ্রাম রুপোর দাম ৬৩৪ টাকা ছিল, আজ সেখানে ১০ গ্রাম রুপো ৬৩২ টাকায় বিক্রি হচ্ছে।

অগস্টে ETF-এ হয়েছে ২৪ কোটি টাকার বিনিয়োগ

২০২১ সালের শুরুর ৮ মাসে গোল্ড এক্সচেঞ্জ ট্রেডড ফান্ডস (Gold ETFs)-এ মোট ৩,০৭০ কোটি টাকা পর্যন্ত লেনদেন হয়েছে। চলতি বছরে অগস্ট মাস থেকে ইটিএফ নিয়ে মানুষের ধারণা বদলেছে। অগস্টে গোল্ড ইটিএফ-এ ২৪ কোটি টাকার বিনিয়োগ হয়েছিল।

সোনা কেনার সময় মাথায় রাখুন হলমার্কের কথা

সোনা কেনার সময় অবশ্যই তার কোয়ালিটির দিকে নজর রাখুন।হলমার্ক চিহ্ন দেখেই সোনা কেনা উচিৎ। সোনার সরকারি গ্যারান্টি হল হলমার্ক চিহ্ন। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড (BIS) এই হলমার্ক নির্ধারণ করে। হলমার্কিং যোজনা বিআইএসের নিয়মের অধীনে সোনার সঞ্চালন, কেনাবেচার নিয়ম নির্ধারণ, আর রেগুলেশনের কাজ করে।

মিসড কল দিয়ে জানুন সোনার দাম

আপনাদের জানিয়ে দিই, আপনারা ঘরে বসে সহজেই এই সোনা রুপোর দাম জানতে পারেন। এর জন্য আপনাকে শুধু ৮৯৫৫৬৬৪৪৩৩ নাম্বারে মিসড কল দিতে হবে,আর তারপরই আপনার ফোনে মেসেজ আসবে আর আপনি এই মূ্ল্যবান ধাতুর সাম্প্রতির দাম জানতে পারবেন।

Next Article