কলকাতা: অর্থবর্ষের শেষে সোনায় স্বস্তি! গত সপ্তাহের শেষ থেকেই সোনার দাম পড়তে শুরু করেছিল। দু-দিন একই দাম থাকার পর মঙ্গলবার ফের সোনার দামের পারদ সামান্য নামল। তবে এই স্বস্তি খুব বেশিদিন নাও থাকতে পারে। তাই নববর্ষে প্রিয়জনকে উপহার দেওয়ার থাকলে বা বিয়ের মরশুমে সোনা মহার্ঘ্য হওয়ার আগেই ঘরে নিয়ে আসুন হলুদ ধাতুর গয়না।
আজ, ২৬ মার্চ, মঙ্গলবার কলকাতায় ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম সোমবারের তুলনায় ১০ টাকা কমেছে। সাধারণত, দামের হেরফেরে এটা খুবই নগণ্য হলেও সোনার দাম যে নিম্নমুখী হয়েছে, এটাই আশার কথা। এদিন শহরে ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৬৬ হাজার ৮১০ টাকা।
২৪ ক্যারেটের মতো ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দামেও গতকালের তুলনায় ১০ টাকা পতন হয়েছে। সোমবার কলকাতায় ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ছিল ৬১ হাজার ২৫০ টাকা। এদিন সেই দাম কমে দাঁড়িয়েছে ৬১ হাজার ২৪০ টাকা।
এদিকে, ১৮ ক্যারেটের সোনার দাম আগেই ৫০ হাজার ছুঁয়েছিল। এখনও সেই গণ্ডি থেকে নামেনি। ২৪ ক্যারেট ও ২২ ক্যারেটের মতো ১৮ ক্যারেটের ১০ গ্রাম সোনার দামও এদিন ১০ টাকা কমেছে। ফলে এদিন ১৮ ক্যারেটের ১০ গ্রাম সোনার নতুন দাম দাঁড়িয়েছে ৫০ হাজার ১০০ টাকা।
অন্যদিকে, সোনার দাম কমলেও খানিক বেড়েছে রুপোর দাম। এদিন কলকাতায় ১০০ গ্রাম রুপোর দাম বেড়েছে ১০ টাকা। ফলে শহরে ১০০ গ্রাম রুপোর দাম পৌঁছল ৮ হাজারের দোরগোড়ায়।