Asia’s billionaire capital: অম্বানির নেতৃত্বে হারল বেজিং! এশিয়ার ‘ধনকুবের রাজধানী’ এখন মুম্বই

Mar 26, 2024 | 9:15 AM

Asia's billionaire capital: মুম্বইকে এই জায়গা পৌঁচে দেওয়ার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মুকেশ অম্বানি। এছাড়া আদানি গ্রুপের গৌতম আদানি-সহ বিভিন্ন ব্যবসায়ী নেতারা ২০২৩ সালে ৭.৫ শতাংশ অর্থনৈতিক বৃদ্ধি ঘটিয়েছেন মুম্বইয়ের। এক বছরেই ভারত ধনকুবেরদের তালিকায় নতুন ৯৪ জনকে যুক্ত করেছে। ২০১৩ সালের পর এক বছরে ভারতে এক বেশি সংখ্যক নতুন ধনকুবেরের জন্ম হয়নি।

Asias billionaire capital: অম্বানির নেতৃত্বে হারল বেজিং! এশিয়ার ধনকুবের রাজধানী এখন মুম্বই
ফাইল চিত্র
Image Credit source: Twitter

Follow Us

মুম্বই: মুকেশ অম্বনির নেতৃত্বে বেজিংকে হারিয়ে দিল মুম্বই। এই প্রথমবার বিলিয়নেয়ার বা ধনকুবেরের (যাদের সম্পদ ১০০ কোটি মার্কিন ডলারের বেশি) সংখ্যায় চিনের রাজধানীকে পিছনে ফেলে দিল ভারতের অর্থনৈতিক রাজধানী। মুম্বই শহরই এখন এশিয়ার বিলিয়নেয়ারদের রাজধানী। আমরা বলছি না, বলছে চিনের সাংহাই শহরের হুরুন রিসার্চ ইনস্টিটিউট। সোমবার তারা সারা বিশ্বের ধনীদের একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, মুম্বইয়ে বিলিয়নেয়ার, অর্থাৎ, ১০০ কোটি মার্কিন ডলারের বেশি সম্পদের অধিকারী ব্যক্তির সংখ্যা ৯২। এশিয়ার কোনও শহর আগে নেই। আগে রয়েছে শুধু আমেরিকার নিউইয়র্ক এবং ব্রিটেনের লন্ডন। নিউ ইয়র্ক আর লন্ডনের বিলিয়নেয়ারদের সংখ্যা যথাক্রমে ১১৯ এবং ৯৭।

মুম্বইকে এই জায়গা পৌঁচে দেওয়ার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মুকেশ অম্বানি। এছাড়া আদানি গ্রুপের গৌতম আদানি-সহ বিভিন্ন ব্যবসায়ী নেতারা ২০২৩ সালে ৭.৫ শতাংশ অর্থনৈতিক বৃদ্ধি ঘটিয়েছেন মুম্বইয়ের। এক বছরেই ভারত ধনকুবেরদের তালিকায় নতুন ৯৪ জনকে যুক্ত করেছে। ২০১৩ সালের পর এক বছরে ভারতে এক বেশি সংখ্যক নতুন ধনকুবেরের জন্ম হয়নি।

তবে বিলিয়নেয়ারদের সংখ্যায় তালিকার শীর্ষে রয়েছে চিন। চিনের বিলিয়নেয়ারদের সংখ্যা ৮১৪। তবে, ২০২২ সাল থেকে চিনে ধনকুবেরদের সংখ্যা ১৫৫ জন কমেছে। স্টক মার্কেটগুলিও দুর্বল হয়ে পড়েছে। ৮০০ বিলিয়নেয়ার নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। ২০২৩-এ মার্কিন মুলুকে বিলিয়নেয়ারদের সংখ্যা বেড়েছে ১০৯ জন। ভারতের মোট বিলিয়নেয়ারদের সংখ্যা ২৭১। ভারতের নতুন মুখের মধ্যে রয়েছেন, আর্থিক সংস্থা স্টার্লিং ইনভেস্টমেন্টের নেতা, রোহিকা সাইরাস মিস্ত্রি এবং এশিয়ান পেইন্টসের ইনা অশ্বিন দানি। আর ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি, অবশ্যই মুকেশ অম্বানি। মোট সম্পদের পরিমাণ, ১১৫ বিলিয়ন মার্কিন ডলার। দ্বিতীয় স্থানে আছেন আদানি, সম্পদের পরিমাণ ৮৬ বিলিয়ন ডলার।

Next Article