শুধু DA নয়, বাড়ছে অন্য ভাতাও, পুজোর আগেই মালামাল সরকারি কর্মীরা

ঈপ্সা চ্যাটার্জী |

Jul 07, 2024 | 6:14 AM

Allowance Hike: চলতি বছরের গত ১ জানুয়ারি, কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে। এর জেরে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বেড়ে ৫০ শতাংশ হয়েছে।

শুধু DA নয়, বাড়ছে অন্য ভাতাও, পুজোর আগেই মালামাল সরকারি কর্মীরা
বাড়বে সরকারি কর্মীদের বেতন।
Image Credit source: Meta AI

Follow Us

নয়া দিল্লি: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ফের সুখবর। আর শুধু মহার্ঘ ভাতা বা ডিএ-ই নয়, বাড়তে চলেছে অন্যান্য ভাতাও। তাও আবার একটি বা দুটি খাতে নয়, ১৩টি ভাতা বৃদ্ধি হতে চলেছে। সরকারি পেনশন সংস্থা ইপিএফও (EPFO )-র তরফে এই ঘোষণা করা হয়েছে।

চলতি বছরের গত ১ জানুয়ারি, কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে। এর জেরে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বেড়ে ৫০ শতাংশ হয়েছে। এবার বেতনের অন্তর্ভুক্ত ১৩টি ভাতাও বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের।

সপ্তম পে কমিশনের সুপারিশের ভিত্তিতেই মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রাখতে মহার্ঘ ভাতা বা ডিএ ঘোষণা করা হয়। এই সপ্তম পে কমিশনেরই নিয়ম অনুযায়ী,  কেন্দ্রীয় সরকারী কর্মচারী, যাদের ডিএ ৫০ শতাংশে পৌঁছেছে, তাদের অন্যান্য ভাতাগুলি ২৫ শতাংশ বৃদ্ধি পাবে।

সরকারি কর্মীদের বাড়বে বেতন-

ডিএ ৫০ শতাংশে পৌঁছনোয় এবার ডিএ-র পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এইচআরএ, শিক্ষা, পরিবহন ভাতার মতো মোট ১৩টি ভাতা বাড়তে পারে। যার ফলে কেন্দ্রীয় কর্মীদের বেতনও বাড়বে।

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) গত 4 জুলাই এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। ইপিএফও-র সার্কুলার অনুসারে, ১৩ টি ভাতার মধ্যে রয়েছে এইচআরএ (HRA), পরিবহণ ভাতা, বাসস্থান, ডেপুটেশন এবং স্প্লিট ডিউটি, ট্রান্সপোর্টেশন, খাবার, নিজস্ব গাড়ী/ট্যাক্সি, অটোরিকশা, নিজস্ব স্কুটার, পোশাক ভাতা, ​​ডেপুটেশন ভাতা ইত্যাদি।

Next Article