AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Google Chrome: ক্রমে ক্রমে সর্বস্বান্ত! ক্রোম থেকে সাবধানে থাকতে বলছে কেন্দ্র

Fraud in Google Chrome: ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীনে থাকা সংস্থা ‘কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম’ বা সিইআরটি দেশের উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের সতর্ক করে একটি অ্যাডভাইজরি দিয়েছে। তারা জানিয়েছে গুগলের এই ওয়েব ব্রাউজারের অষ্টম সংস্করণে কিছু ত্রুটি রয়েছে।

Google Chrome: ক্রমে ক্রমে সর্বস্বান্ত! ক্রোম থেকে সাবধানে থাকতে বলছে কেন্দ্র
ক্রোমেই এবার জালিয়াতির ফাঁদ?
| Updated on: Nov 05, 2025 | 2:46 PM
Share

আচ্ছা আপনি কোনও প্রয়োজনে আপনি যখন কিছু সার্চ করেন তখন কোন ব্রাউজার ব্যবহার করেন? এর উত্তর খুবই সহজ। সাধারণ অ্যান্ড্রয়েড ইউজাররা সাধারণত ক্রোম ব্যবহার করেন। আবার ইউন্ডোজ ব্যবহারকারীদের মধ্যেও বেশিরভাগ মানুষ ক্রোমই ব্যবহার করেন। সাধারণত অ্যাপেল ইউজার ছাড়া অন্যান্য অপারেটিং সিস্টেম যাঁরা ব্যবহার করেন তাঁরাই ক্রোম ব্যবহার করেন। ‘স্ট্যটকাউন্ট গ্লোবাল স্ট্যাটস’-এর তথ্য বলছে ভারতে ৮৭ থেকে ৯১ শতাংশ ক্ষেত্রে ক্রোমই ব্যবহার করা হয়। আর এবার সেই ক্রোম নিয়েই ইউজারদের সতর্ক করল কেন্দ্র।

ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীনে থাকা সংস্থা ‘কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম’ বা সিইআরটি দেশের উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের সতর্ক করে একটি অ্যাডভাইজরি দিয়েছে। তারা জানিয়েছে গুগলের এই ওয়েব ব্রাউজারের অষ্টম সংস্করণে কিছু ত্রুটি রয়েছে। আর সেই ত্রুটিগুলোকে কাজে লাগিয়ে জালিয়াতরা অনায়াসে যে কোনও ল্যাপটপ, ফোন বা কম্পিউটরে হানা দিতে পারে।

কী কী চুরি যেতে পারে?

এসইআরটি বলছে, প্রযুক্তির এই ফাঁক গলে কোনও হ্যাকার ক্রোম ব্যবহারকারীকে একটি বিশেষ ওয়েব পেজে ঢুকতে বাধ্য করেন। আর সেই পেজে ঢুকলেই হ্যাক হয়ে যেতে পারে সব কিছু। চুরি যেতে পারে সার্চ হিস্ট্রি, মেডিক্যাল রেকর্ডস, ক্রেডিট কার্ডের তথ্য ও একাধিক ক্রেডেনশিয়াল।

আসলে দেশের সাধারণ মানুষকে ইন্টারনেটের হাত থেকে সুরক্ষিত রাখতেই একাধিক ক্ষেত্রে নজরদারি চালায় এই সিইআরটি। আর সেই কাজ করতে গিয়ে কোনও ভাইরাস বা ম্যালওয়্যারের সন্ধান পেলে সেই নিয়ে সাধারণ মানুষকে সচেতন করে তারা।