7th Pay Commission: কেন্দ্রীয় বাজেটের পরে ভাগ্য খুলতে পারে বেতনভোগীদের, এক লাফে অনেকটা বাড়তে পারে বেতন

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jan 16, 2023 | 9:10 AM

7th Pay Commission: ফিটম্যান ফ্যাক্টর বৃদ্ধির ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। ২৩-র বাজেটের পরই এই বড় ঘোষণা করা হতে পারে।

7th Pay Commission: কেন্দ্রীয় বাজেটের পরে ভাগ্য খুলতে পারে বেতনভোগীদের, এক লাফে অনেকটা বাড়তে পারে বেতন
প্রতীকী ছবি

Follow Us

নয়া বছরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government Employees) জন্য রয়েছে বড় খবর। ২০২৩ সালের কেন্দ্রীয় বাজেটের পরই ফুলে ফেঁপে উঠতে পারে তাঁদের পকেট। কেন্দ্রীয় সরকার কর্মীদের বেসিক পে বাড়ানোর বিষয়ে বড় ঘোষণা করতে পারেন। এর ফলে ৫২ লক্ষেরও বেশি কেন্দ্রীয় কর্মচারী উপকৃত হবেন। শীঘ্রই বেতন বাড়তে পারে তাঁদের। আশা করা হয়েছিল, ২০২২ সালের মধ্যে ফিটমেন্ট ফ্যাক্টর সম্পর্কে সিদ্ধান্ত নিতে সরকার। এবার অবশেষে সেই সম্ভাবনা প্রবল হল।

অনেকদিন ধরেই ফিটম্যান্ট ফ্যাক্টরের দাবি তুলছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। এই নিয়ে কর্মী সংগঠন ও সরকারের মধ্যে একাধিক বৈঠকও হয়েছে। একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অবশেষে ২০২৪ সালের আগেই এটি বাস্তবায়নের চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। আর সেই শুভক্ষণ হতে পারে ২০২৩ সালের বাজেটের পর। মার্চ মাসেই এই সংক্রান্ত ঘোষণা করা হতে পারে মনে করা হচ্ছে। এটি বাস্তবায়ন হলে কর্মীদের বেতন এক লাফে অনেকটা বেড়ে যাবে।

সপ্তম বেতন কমিশন অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্য ফিটমেন্ট ফ্যাক্টর হল ২.৫৭ শতাংশ। সেই অনুযায়ী, তাঁরা বেতন পাচ্ছেন। এখন এই ফ্যাক্টর বাড়িয়ে ৩.৬৮ গুণ করার দাবি তুলেছেন কর্মীরা। এই ফ্যাক্টর কার্যকর হলে কর্মীদের ন্যূনতম বেসিক পে ১৮,০০০ টাকা থেকে বেড়ে ২৬,০০০ টাকা হতে পারে। যদি কেন্দ্রীয় সরকার কর্মীদের এই দীর্ঘদিনের দাবি মেনে নেয় তাহলে তাঁদের বেসিক বেতন ৮,০০০ টাকা করে বাড়বে। আর বেসিক পে-র বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়বে মহার্ঘ ভাতা (DA), এইচআরএ-র মতো সব ভাতাও।