Hero, TVS, Bajaj, Royal Enfield, Yamaha-এর দারুণ বাইক ২ লাখের মধ্যে, দেখলে ধাঁধিয়ে যাবে চোখ!
Bike Under 2 Lakh: মোটামুটি ১ লক্ষ টাকার বেশি বাজেট থাকলে কী কী বাইক রয়েছে, তা একবার চোখ বুলিয়ে নেওয়া যেতে পারে।

আজকের দিনে বেশিরভাগ কিশোর বা যুবকেরই বাইকের প্রতি একটা আলাদা ভালবাসা রয়েছে। অনেকেই স্বপ্ন দেখে বান্ধবী বা প্রেমিকাকে বাইকের পিছনে বসিয়ে একটা লম্বা রাইডের। কিন্তু একটা লম্বা রাইডের জন্য একাধিক ভাল বাইক রয়েছে। তবে, বাজেটের কারণে সবচেয়ে দামি বাইকটা হয়তো সকলে কিনতে পারে না। কিন্তু মোটামুটি ১ লক্ষ টাকার বেশি বাজেট থাকলে কী কী বাইক রয়েছে, তা একবার চোখ বুলিয়ে নেওয়া যেতে পারে।
হিরো এক্সট্রিম ১২৫আর
হিরো মোটো কর্পের এই বাইকে রয়েছে একটা ১২৫ সিসির ইঞ্জিন। যা ১১.৫৫ হর্স পাওয়ার ও ১০.৫ নিউটন মিটার টর্ক জেনারেট করে। এই বাইকটির মাইলেজ ৬৬ কিলোমিটার। হিরো এক্সট্রিম ১২৫আরের দাম শুরু হয় ১ লক্ষ ১০ হাজার থেকে যা সর্বোচ্চ ১ লক্ষ ১৮ হাজার হতে পারে।
বাজাজ পালসার এন১২৫
১ লক্ষ ১২ হাজারে পাওয়া যায় বাজাজের এই বাইক। ১২৫ সিসির এই বাইকটি ১২ হর্স পাওয়ার ও ১১ নিউটন মিটার টর্ক জেনারেট করে। বাজাজ পালসার এন১২৫-এর মাইলেন ৫৮ কিলোমিটার।
বাজাজ পালসার এনএস১২৫
বাজাজ পালসারের আরও একটি ভ্যারিয়েন্ট হল এই বাইকটি। বাজাজ পালসার এন১২৫-এর মতোই পাওয়ার ও টর্ক জেনারেট করে এই বাইকটি। তবে এর মাইলেজ প্রায় ৬৫ কিলোমিটার।
বাজাজ পালসার এন১৬০
পালসার পরিবারের অন্যতম স্মার্ট বাইক বাজাজ পালসার এন১৬০। ১৬০ সিসির এই বাইকের দাম শুরু হচ্ছে ১ লক্ষ ৪২ হাজার টাকা থেকে। ১৬ হর্স পাওয়ার ও ১৪.৬৫ নিউটন মিটার টর্ক জেনারেট করে এই বাইকের ইঞ্জিন। এর মাইলেজ ৬০-এর কাছাকাছি।
ইয়ামাহা FZS-FI
এই বাইকের ২টো ভ্যারিয়েন্ট রয়েছে। একটি FZS-FI V3 এবং অন্যটি FZS-FI V4। দুই বাইকের দামই প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকার কাছাকাছি। দুই বাইকই প্রায় ৪৬ কিলোমিটার মাইলেজ দেয়। দুই ভ্যারিয়েন্টের পাওয়ার ১২.৪ হর্স পাওয়ার ও টর্ক ১৩.৩ নিউটন মিটার।
টিভিএস রনিন
এই বাইকের ভ্যারিয়েন্টের উপর ভিত্তি করে ১ লক্ষ ৫৭ হাজার থেকে ১ লক্ষ ৯৯ হাজার পর্যন্ত দাম হতে পারে। এই বাইক ১ লিটার পেট্রোলে ৪৩ কিলোমিটার যেতে পারে। এই বাইকের ২২৫ সিসির ২০.৪ হর্স পাওয়ার ও ১৯.৯৩ নিউটন মিটার টর্ক তৈরি করে।
রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০
রয়্যাল এনফিল্ডের সবচেয়ে সস্তা বাইক হান্টার ৩৫০। কলকাতায় ১ লক্ষ ৭৪ হাজার টাকা থেকে এই বাইকের দাম শুরু। ৩৫০ সিসির এই বাইকের ইঞ্জিন ২০ হর্স পাওয়ার ও ২৭ নিউটন মিটার টর্ক জেনারেট করে। এ ছাড়াও এই বাইক প্রায় ৩৬ কিলোমিটার মাইলেজ দেয়।





