নয়াদিল্লি: সাত মাস পর শনিবার ফের বসতে চলেছে জিএসটি (Goods and Services Tax ) কাউন্সিলের মিটিং। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের নেতৃত্ব হয় সেই বৈঠক। রাজ্যগুলির প্রতিনিধিরাও উপস্থিত থাকেন সেই বৈঠকে। ১৮ ফেব্রুয়ারি এই বৈঠকের পর বেশ কিছু দ্রব্য এবং পরিষেবায় জিএসটি-র হার পরিবর্তন হতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে। জিএসটি-র হার পরিবর্তনের জন্য বেশ কিছু প্রস্তাব রয়েছে। শনিবারের বৈঠকে সেই সব প্রস্তাব নিয়ে আলোচনা হবে জিএসটি কাউন্সিলের বৈঠকে। এর জেরে যেমন বেশ কিছু জিনিসের দাম বাড়তে পারে এবং বেশ কিছু জিনিসের দাম কমতে পারে। আসুন এক নজরে দেখে নিই কোন কোন জিনিসের দাম বাড়তে বা কমতে পারে।
ইউনাইটেড নেশনস ২০২৩ সালকে আন্তর্জাতিক মিলেট বর্ষ হিসাবে ঘোষণা করেছে। এর জেরে মিলেটের উপর জিএসটি-র হার কমানো হতে পারে। এমনকি জিএসটি শূন্য করা হতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে। এ ছাড়়াও আরও বেশ কয়েকটি দ্রব্যে জিএসটি কমানোর সম্ভাবনা রয়েছে। কিন্তু শনিবারের বৈঠকের পর পানমশলার উপর জিএসটি-র হার বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।