AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কমতে পারে GST, সস্তা হবে জামাকাপড় থেকে রান্নার বাসন! হাঁফ ছেড়ে বাঁচবেন মধ্যবিত্তরা

GST New Slab: জুলাই মাসের শেষের দিকেই হতে পারে জিএসটি কাউন্সিলের বৈঠক। আর সেখানেই হতে পারে এমন সিদ্ধান্ত। এ ছাড়াও জিএসটির কর কাঠামো সম্পূর্ণ পরিবর্তনেরও একটা প্রস্তাব দেওয়া হতে পারে।

কমতে পারে GST, সস্তা হবে জামাকাপড় থেকে রান্নার বাসন! হাঁফ ছেড়ে বাঁচবেন মধ্যবিত্তরা
Image Credit: Getty Images and PTI
| Updated on: Jul 02, 2025 | 1:38 PM
Share

এই বছর একাধিক অর্থনৈতিক সংস্কারের পথে কেন্দ্র। চলতি অর্থবর্ষ থেকেই আয়করে বিরাট ছাড় দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আর তারপর এই বছরই জিএসটি কমাতে পারে কেন্দ্রীয় সরকার, খবর এমনই। উঠে যেতে পারে ১২ শতাংশের জিএসটি স্ল্যাবটাই। আর এর ফলে সস্তা হতে পারে জামাকাপড়, রান্নার বাসন, জুতো ও ওয়াশিং মেশিনের মতো জিনিস।

সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় একাধিক জিনিসের উপর ১২ শতাংশ জিএসটি বসে। তা কমে ৫ শতাংশ করার দাবি অনেকদিনই ছিল মানুষের মধ্যে। আর কেন্দ্র এবার মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষদের কিছুটা সুরাহা করার জন্য ৫ শতাংশ জিএসটির সিদ্ধান্তেই সিলমোহর দিতে পারে বলে খবর সূত্রের।

কীসের দাম কমতে পারে? দেখুন: ১২ শতাংশ GST-তে কাটছাঁট, খাবার থেকে ফিল্টার-ভ্যাকুম ক্লিনার, কী কী জিনিসের দাম কমবে?

উল্লেখ্য, জুলাই মাসের শেষের দিকেই হতে পারে জিএসটি কাউন্সিলের বৈঠক। আর সেখানেই হতে পারে এমন সিদ্ধান্ত। এ ছাড়াও জিএসটির কর কাঠামো সম্পূর্ণ পরিবর্তনেরও একটা প্রস্তাব দেওয়া হতে পারে। আর নয়া প্রস্তাবে দুই ধরণের কর পরিকাঠামোর কথা বলা হচ্ছে। প্রথম পরিকাঠামোয় থাকতে পারে ৮ শতাংশ, ১৬ শতাংশ ও ২৪ শতাংশ কর। আর দ্বিতীয় পরিকাঠামোয় থাকতে পারে ৯ শতাংশ, ১৮ শতাংশ ও ২৭ শতাংশ করের ব্যবস্থা। তবে, এই ধরণের প্রস্তাব আদপে জিএসটি কাউন্সিল গ্রহণ করবে কি না, তা সময়ই বলবে।