নয়া দিল্লি: সংস্থার বেশ কয়েকটি পণ্যের মধ্যে সর্বাধিক জনপ্রিয় হল হজমের গুলি। আর সেই হজমের গুলি বিক্রি করে যে একটা সংস্থা কতটা লাভ করছে, তা ডাবর ইন্ডিয়া-র মুনাফার হিসেব দেখলেই স্পষ্ট হবে। চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে ‘ডাবর ইন্ডিয়া লিমিটেড’-এর মোট লাভ পাঁচ শতাংশ বেড়ে হয়েছে ৫০৭.০৪ কোটি টাকা। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, গত বছরের এই ত্রৈমাসিকে ওই সংস্থার মোট লাভ হয়েছিল ৪৯০.৮৬ কোটি টাকা। মূলত হজমের গুলি হজমোলা এই সংস্থার অন্যতম জনপ্রিয় পণ্য। এছাড়াও নিত্য প্রয়োজনীয় বেশ কিছু পণ্য বিক্রি করে থাকে ডাবর।
জানা গিয়েছে, সংস্থার মুনাফা ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে আর রাজস্ব ছাড়িয়ে গিয়েছে ৩২০০ কোটি। এই ত্রৈমাসিকের হিসেব আসার পর ডাবরের শেয়ার বেড়েছে ২.৫ শতাংশ।
‘ডাবর ইন্ডিয়া লিমিটেড’-এর হিসেব বলছে, চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে মুনাফা পরিমাণ পাঁচ শতাংশ বেড়ে হয়েছিল ৫০৭,০৪ কোটি টাকা। ডাবর লিমিটেড-এর তরফে শেয়ার বাজারে যে তথ্য দেওয়া হয়েছে, তা থেকে জানা যাচ্ছে, সংশ্লিষ্ট ত্রৈমাসিকে সংস্থার আয় বেড়েছে ৩,২০৩.৮৪ কোটি টাকা। গত অর্থবর্ষে এই একই সময়ে ছিল আয় ছিল ২,৯৮৬.৪৯ কোটি টাকা।
জানা যাচ্ছে, চলতি অর্থবর্ষের প্রথম অর্ধে ১০০০ কোটিতে পৌঁছেছে সংস্থার লাভের অঙ্ক। প্রথম ত্রৈমাসিকেই লাভ হয়েছিল ৪৬৪ কোটি টাকা। পরের ত্রৈমাসিকেই সেটা বেড়ে হয় ৫০৭ কোটি টাকা। অর্থাৎ প্রথমার্ধে ৯৯৭ কোটি টাকা হয়েছে লাভের অঙ্ক। আর যদি ক্যালেন্ডার ইয়ারের হিসেব করা যায়, তাহলে দেখা যাবে জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে ১২০০ কোটি টাকা লাভ হয়েছে।