AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

China-এর সঙ্গে হ্যান্ডশেক, এবার Electronics যন্ত্রাংশ তৈরি করতে কয়েক ধাপ এগিয়ে গেল ভারত!

India-China News: ইতিমধ্যে ভারত সরকার ইলেকট্রনিক্স যন্ত্রাংশ তৈরি করার জন্য একটি ২৩ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে। সরকারের এই উদ্যোগের একটাই উদ্দেশ্য, ইলেকট্রনিক্স যন্ত্রাংশের জন্য চিনের উপর নির্ভরতা কমানো।

China-এর সঙ্গে হ্যান্ডশেক, এবার Electronics যন্ত্রাংশ তৈরি করতে কয়েক ধাপ এগিয়ে গেল ভারত!
Image Credit: simon2579/DigitalVision Vectors/Getty Images
| Updated on: Jun 19, 2025 | 5:25 PM
Share

টাটার ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারক সংস্থা ভোল্টাসের প্রতিনিধিদল সম্প্রতি চিনা সংস্থা হাইলি গ্রুপের সঙ্গে একটা জয়েন্ট ভেঞ্চার সম্পর্কে আলোচনার করতে চিনে যায়। তবে সংস্থা স্পষ্ট জানিয়ে দেয়, তারা কোনও ধরণের জয়েন্ট ভেঞ্চারে আগ্রহী নয়। তার কারণ দুই দেশের মধ্যে ভূ-রাজনৈতিক সমস্যা। আর এর বদলে তারা ভোল্টাসকে একটি টেকনিক্যাল অ্যালায়েন্স করার প্রস্তাব দিয়েছে।

ইতিমধ্যে ভারত সরকার ইলেকট্রনিক্স যন্ত্রাংশ তৈরি করার জন্য একটি ২৩ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে। সরকারের এই উদ্যোগের একটাই উদ্দেশ্য, ইলেকট্রনিক্স যন্ত্রাংশের জন্য চিনের উপর নির্ভরতা কমানো। আর এই উদ্যোগের অধীনে ডিক্সন, পিজি ইলেকট্রোপ্লাস্ট, ইপ্যাক ডিউরেবলের মতো সংস্থা চিনা সংস্থার সঙ্গে প্রযুক্তি হস্তান্তর ও জয়েন্ট ভেঞ্চারে আগ্রহ দেখাচ্ছে।

চিনের HKC Corp.-এর সঙ্গে ডিসপ্লে মডিউল নিয়ে আগেই একটা জয়েন্ট ভেঞ্চার তৈরির পরিকল্পনা করেছে ডিক্সন। ভিভোর সঙ্গে ডিসপ্লে নিয়ে জয়েন্ট ভেঞ্চারও আগামীতে বাস্তবায়িত হবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। এ ছাড়াও চিনের হাইলি গ্রুপের সঙ্গে পিজি ইলেকট্রোপ্লাস্ট একটি চুক্তি করেছে। যার অধীনে তারা দেশে এসির কম্প্রেসার তৈরি করবে।

২০২০ সালের চিনের সঙ্গে উত্তেজনার পরিস্থিতি তৈরি হওয়ার পর ভারত সরকার দেশে চিনা বিনিয়োগের উপর কঠোর নিয়ন্ত্রণ আনে। ফলে চিনা সংস্থাগুলো এখন জয়েন্ট ভেঞ্চারের বদলে প্রযুক্তি হস্তান্তরের মডেলকেই বেছে নিচ্ছে।