Mutual Fund: স্বাধীনতা দিবসে বড় উপহার HDFC Mutual Fund-র, সঞ্চয়ের হাত আরও শক্ত হবে মহিলাদের
Mutual Fund: এবারও গোটা প্রচারাভিযানের জন্য একটি থোট্ট সিনেমাও তৈরি করা হয়েছে। ‘স্বপ্ন করো আজাদ’ বলছে কিভাবে এক ছোট মেয়ের চোখ দিয়ে তাঁর মায়ের একটু একটু সঞ্চয়ের গল্প।

স্বাধীনতা দিবস উপলক্ষে মিউচুয়াল ফান্ডের দুনিয়ায় বড় খবর দিয়ে দিয়ে দিল HDFC Mutual Fund. দিয়ে দিয়ে দিল বড় চমক, নিয়ে এল বড় উপহার। পথচলা শুরু হয়ে গেল ‘বারনি সে আজাদী’-র পঞ্চম এডিশনের। কর্তাদের মতে, এটি এমন একটি ফান্ড যা মহিলাদের সঞ্চয়ের হাত আরও শক্ত করবে। এবার তাঁরা চেনা প্রথাগত মাধ্যমের বাইরে গিয়ে করতে পারবেন বিনিয়োগ। ঘরে আসবে মোটা টাকা।
এবারও গোটা প্রচারাভিযানের জন্য একটি থোট্ট সিনেমাও তৈরি করা হয়েছে। ‘স্বপ্ন করো আজাদ’ বলছে কিভাবে এক ছোট মেয়ের চোখ দিয়ে তাঁর মায়ের একটু একটু সঞ্চয়ের গল্প। সাংসারিক সব দায়-দায়িত্ব সামলে কঠোর পরিশ্রম, ত্যাগের মধ্য দিয়ে কীভাবে একটু একটু করে টাকা সঞ্চয় করছেন তা দেখছে ছোট্ট মেয়েটা। দেখছে কীভাবে তা তাঁদের জীবনে আমূল পরিবর্তন এনে দেয়। খুলে যায় জীবনে এক নতুন পথ। সেই গল্পই বলা হয়েছে ওই ছবির মাধ্যমে।
ছবিতে দেখানো হয়েছে তিনি বিনিয়োগ করছে একটি SIP-তে। আর সেই জমানো টাকা দিয়েই একদিন খুলে ফেলছেন নিজের বুটিক। আসলে বলতে চাওয়া হয়েছে কীভাবে সঠিক পরিকল্পনা আর অল্প সঞ্চয়ের মাধ্যমেও নিজের জীবনের স্বপ্নপূরণ করতে পারেন যে কোনও মানুষ।
উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির এমডি এবং সিইও নবনীত মুনোট। তিনি বলেন, “গত চার বছর ধরে, ‘বার্নি সে আজাদী’ কার্যত একটা সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে। সমাজে প্রথাগত যে সমস্ত সঞ্চয়ের ধারনা রয়েছে তার বাইরে বেরিয়ে জীবনে নতুন বিকল্পের খোঁজ দেয় এই নতুন ফান্ড।” এখানেই শেষ নয়, আরও বড় উদ্যোগ নিয়ে ফেলেছে HDFC মিউচুয়াল ফান্জ। ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে, এইচডিএফসি মিউচুয়াল ফান্ড গ্রামীণ ও শহরাঞ্চলের মহিলাদের কাছে বিনিয়োগের গুরুত্ব আরও বেশি মাত্রায় ছড়িয়ে দেওয়ার জন্য দেশজুড়ে ৭৯টি স্থানে পথনাটকের আয়োজন করছে।
