নয়া দিল্লি: চাকরিজীবীদের ভবিষ্যৎ জীবন সুরক্ষিত করার জন্য অন্যতম ভরসা যেমন প্রভিডেন্ট ফান্ড বা পিএফ, তেমনইভাবে কোনও একটি সংস্থায় নির্দিষ্ট সময় অবধি কাজ করার পর কর্মীরা গ্রাজুয়িটিও পান। পিএফের সঙ্গে গ্রাচুয়িটির অঙ্ক যোগ করলে অবসরের পর কর্মীরা বেশ অনেকটাই অর্থ পান, যা বাকি জীবনটা স্বাচ্ছন্দ্যে কাটাতে সাহায্য করে। পিএফ নিয়ে অনেকেই অবগত হলেও, গ্রাচুয়িটির কী এবং কারা পান, সে বিষয়ে অনেকেরই স্পষ্ট ধারণা নেই।
কেন্দ্রের নিয়ম অনুযায়ী, বেতনভুক্ত কর্মীরা একটি সংস্থায় একটি নির্দিষ্ট সময় অবধি কর্মরত থাকলেই তিনি গ্রাচুয়িটি পাওয়ার যোগ্য় হয়ে যান। তবে অস্থায়ী কর্মী বা চুক্তিভিত্তিক কর্মীরা এই গ্রাজুয়িটি পান না। গ্রাচুয়িটি আইন ১৯৭২-র নিয়ম অনুযায়ী, কোনও সংস্থায় ৫ বছর পূর্ণ হলেই, কর্মীরা গ্রাচুয়িটি পাওয়ার যোগ্য় হয়ে যান। তবে ৫ বছর পরিষেবা দেওয়ার পর নয়, বরং অবসর নেওয়ার পর বা চাকরি ছাড়ার পরই তিনি এই গ্রাচুয়িটির অর্থ পান।
এক্ষেত্রে উল্লেখ্য, গ্রাচুয়িটি আইনের ৪ নম্বর ধারায় যদি কোনও কর্মীকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয় বা কর্মীর মৃত্য়ু হয় বা শারীরিকভাবে অক্ষম হয়ে যান, তবে ৫ বছর কাজ করার শর্ত কার্যকর হয় না। যদি কোনও কর্মীর মৃত্যু হয়, তবে গ্রাচুয়িটির টাকা নমিনি বা আইনিভাবে উত্তরাধিকারকেই দেওয়া হয়।
গ্রাচুয়িটি আইন সমস্ত সংস্থার উপরই কার্যকর। কারখানা, খনি, তৈল উৎপাদন কেন্দ্র, বন্দর, রেলওয়ে, মোটর ট্রান্সপোর্ট, দোকান সহ সমস্ত প্রতিষ্ঠানের উপরই কার্যকর।
নিয়ম অনুযায়ী গ্রাচুয়িটি পাওয়ার মেয়াদ পূরণ হলেই, অর্থাৎ অবসরের সময় বা চাকরি ছাড়ার ৩০ দিনের মধ্যেই কর্মীরা গ্রাচুয়িটির টাকা পাওয়ার জন্য় আবেদন করতে পারেন। যদি ৩০ দিন বাদে কোনও কর্মী আবেদন করেন, তবুও সংস্থা কর্মীদের এই আবেদন খারিজ করতে পারে না।
আবেদন জমা দেওয়ার ১৫ দিনের মধ্যেই সংস্থাকে নায্য পাওনা ও পেমেন্টের তারিখ জানাতে হবে। যদি কোনও আবেদন খারিজ করা হয়, তবে কী কারণে সেই আবেদন খারিজ করা হয়েছে, তাও স্পষ্টভাবে জানাতে হবে।
কোনও সংস্থায় কত বছর কাজ করছেন এবং শেষ বেতন কত টাকা পেয়েছেন, তার উপরে ভিত্তি করেই গ্রাচুয়িটির অঙ্ক নির্ধারণ করা হয়। প্রতি বছর মেয়াদ পূরণের পরই ১৫ দিনের মধ্যে গ্রাচুয়িটির টাকা দেওয়া হয়। কর্মরত জীবনের শেষ বছরে কর্মীরা যদি ৬ মাসের বেশি কাজ করেন, তবে তা এক বছর হিসাবেই গণ্য় করা হবে। অর্থাৎ কেউ যদি ৭ বছর ৭ মাস কাজ করেন, তবে তা ৮ বছর হিসাবেই গণ্য করা হবে।