নয়া দিল্লি: নগদ বা কার্ড ছাড়াই, UPI ভিত্তিক অ্যাপ এবং অনলাইন ওয়ালেটের মাধ্যমে বর্তমানে অতি সহজে এবং দ্রুত লেনদেন সম্ভব। কোভিড মহামারির সময় থেকে, ছোঁয়াছুঁয়ি এড়াতে এই ধরণের অ্যাপগুলির ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। ভারতে সবথেকে ব্যবহৃত UPI অ্যাপগুলির অন্যতম হল Google Pay বা G-pay। ইন-অ্যাপ, অনলাইন এবং পার্সোনাল কন্ট্যাক্টলেস কেনাকাটার মতো বৈশিষ্ট রয়েছে Google-এর তৈরি এই অ্যাপে। আপনিও নিশ্চই কখনও না কখনও Google Pay ব্যবহার করেছেন। আপনার মনেও নিশ্চই এসেছে একটি প্রশ্ন, G-Pay বা Google Pay কীভাবে নিজেরা অর্থ উপার্জন করে? Google Pay অ্যাপটি বিনামূল্যে ব্যবহার করা যায়। ব্যবহারকারীদের এর মাধ্যমে লেনদেনের জন্য আলাদা করে কোনও টাকা, কমিশন বা অন্য কোনও মূল্য দিতে হয় না। আমরা সবাই জানি, গুগল সার্চ ইঞ্জিন অর্থ উপার্জন করে বিজ্ঞাপন থেকে। কিন্তু G-Pay-র আয়ের উৎস কী? আজ সেই বিষয়েই আলোচনা করব।
কমিশন: Google Pay-র মূল অর্থ উপার্জনের উৎস হল কমিশন। এই কমিশন তারা সংগ্রহ করে সার্ভিস প্রোভাইডারদের থেকে। ব্যবহারকারীরা যখন Google Pay ব্যবহার করে লেনদেন করেন, তখন সংশ্লিষ্ট সংস্থার কাছ থেকে তার ছোট একটা অংশ কমিশন হিসেবে পায় G-pay।
বিল পেমেন্টের মাধ্যমে কমিশন: অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা জল, বিদ্যুৎ, বিমা, ঋণ পরিশোধ, ডিটিএইচ ইত্যাদির বিল পরিশোধ করতে পারেন। এর ফলে সংশ্লিষ্ট সংস্থার থেকে কমিশন পায় G-Pay।
মোবাইল রিচার্জের মাধ্যমে কমিশন: যখনই কোনও ব্যবহারকারী Google Pay অ্যাপের মাধ্যমে অর্থ প্রদান করে মোবাইল রিচার্জ করান, তখন কোম্পানি কমিশনের মাধ্যমে কিছু পরিমাণ অর্থ পায় G-Pay।
বিজ্ঞাপন: এছাড়া, G-Pay অ্যাপের আয়ের অন্যান্য উৎসের মধ্যে রয়েছে বিভিন্ন পণ্যের অফার এবং বিজ্ঞাপন।
ব্যবহারকারীর তথ্য: ব্যবহারকারীদের থেকে কোনও অর্থ পায় না G-Pay। তবে, তারা ব্যবহারকারীদের তথ্য সংগ্রহের মাধ্যমে অর্থ উপার্জন করে।