নয়া দিল্লি: ভারতে ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে ইলেকট্রিক গাড়ির। পেট্রোল বা ডিজেলের বদলে ইলেকট্রিক গাড়িই কিনতে পছন্দ করছেন অনেকে। বিদেশের মাটি কাঁপাচ্ছে টেসলা গাড়ি। ভারতেও টেসলার অপেক্ষায় বসে রয়েছেন অনেকেই। এবার হয়তো তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। আগামী সপ্তাহেই টেসলা সংস্থার মালিক তথা বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্কের সঙ্গে দেখা করতে চলেছেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গয়াল। তাদের এই সাক্ষাতেই ভারতে টেসলা আনা নিয়ে আলোচনা হতে পারে।
মার্কিন বাজার কাঁপানোর পর দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার মার্কেটে প্রবেশ করার চেষ্টা করছিলেন ইলন মাস্ক। সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে ভারতে টেসলা আনা নিয়ে আলোচনা করা হতে পারে। এর আগে গত জুন মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ইলন মাস্ক। সেই সময়ও তিনি ভারতে টেসলার উৎপাদন ও বিনিয়োগ নিয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন।
জানা গিয়েছে, আগামী সপ্তাহে মার্কিন সফরে যাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল। সেই সময়ই ইলন মাস্কের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। ২৪ হাজার ডলারের টেসলা গাড়ি, ভারতীয় মুদ্রায় যার অঙ্ক প্রায় ২০ লক্ষ টাকা, দেশে সেই গাড়ির উৎপাদন ইউনিট তৈরি নিয়ে আলোচনা হতে পারে। ভারতে ইলেকট্রনিক গাড়ি-বাইক চার্জিংয়ের জন্য পোর্ট তৈরি নিয়েও আলোচনা হবে এই বৈঠকে। যদিও কেন্দ্র বা টেসলা সংস্থার তরফে ভারতে বিনিয়োগ নিয়ে কোনও কথা বলা হয়নি।
কেন্দ্রীয় সূত্রে আরও খবর, গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলি যদি দেশেই গাড়ি উৎপাদন করে, তবে সম্পূর্ণ তৈরি ইলেকট্রনিক ভেহিকল বা বৈদ্যুতিন গাড়ি আমদানি করতে পারবে মাত্র ১৫ শতাংশ কর হারে। বর্তমানে বিদেশি সংস্থাগুলিকে ১০০ শতাংশই কর দিতে হয় আমদানির জন্য।