নয়া দিল্লি: কন্যা সন্তান মানেই বোঝা, এই ধারণাই প্রচলিত ছিল এক সময়ে। তবে যুগের সঙ্গে তাল মিলিয়ে এই চিন্তাধারাতেও বদল এসেছে। এখন পুত্র সন্তানের মতোই সমান গুরুত্ব পায় কন্যা সন্তানও। শিক্ষা থেকে কর্মক্ষেত্র- সব জায়গায় পুরুষদের সমান টেক্কা দিচ্ছে মহিলারা। কেন্দ্রের তরফেও নারীশিক্ষার প্রচারে একাধিক প্রকল্প আনা হয়েছে। এমনই একটি প্রকল্প হল সুকন্যা সম্মৃদ্ধি যোজনা, যা কন্যাসন্তানের ভবিষ্য়তকে সুরক্ষিত রাখে এবং নিশ্চিত আর্থিক রিটার্নও দেয়। এর পাশাপাশি এই প্রকল্পে বিনিয়োগ করলে, আয়করেও ছাড় পাওয়া যায়।
সুকন্যা সমৃদ্ধি যোজনার সবথেকে বড় আকর্ষণ হল এর সুদের হার। এই প্রকল্পে বিনিয়োগের ক্ষেত্রে সুদের হার ৮ শতাংশ। যদি কন্যাসন্তানের জন্মের পরই অভিভাবকরা সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগ করেন, তবে ১৫ বছর বয়স অবধি বিনিয়োগ করতে পারবেন।
অ্যাকাউন্ট হোল্ডারের বয়স যখন ১৮ বছর হয়ে যাবে, তখন কেউ চাইলে এই ফান্ড থেকে আংশিক অর্থ তুলে নেওয়া যেতে পারে উচ্চশিক্ষা বা বিয়ের জন্য। যদি কন্যাসন্তানের ৪ থেকে ৫ বছর বয়সে সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগ করেন, তবে ২০ বছর বয়সে গিয়ে পলিসি ম্যাচুওর হবে।
যদি আপনি বার্ষিক দেড় লক্ষ টাকা বা মাসিক ১২ হাজার ৫০০ টাকা করে রাখেন এবং ১৫ বছরের জন্য বিনিয়োগ করেন, তবে ৮ শতাংশ সুদের হারে প্রকল্পের মেয়াদ শেষে রিটার্ন পাবেন আনুমানিক ৬৩ লক্ষ ৭৯ হাজার টাকা।