নিয়ম অনুযায়ী প্রাপ্ত বয়স্ক সকলকেই আমাদের দেশের সংবিধান ভোটাধিকার দিয়েছে। ভোটাধিকার সুরক্ষিত করতে দেশের সংবিধান সকলকেই ভোটার কার্ড দিয়েছে। তবে ভোটার কার্ড যে শুধুমাত্র ভোটাধিকার প্রয়োগ করার কাজেই ব্যবহার করা হয় এমনটা নয়, পরিচয়পত্র হিসেবে ভোটাধিকার ব্যাপকভাবে ব্যবহার করা হয়। তবে অনেক সময় আমাদের আশেপাশে এমন অনেকেই আছেন যাদের ভোটার আইডি কার্ডের নাম ভুল থাকে অথবা মহিলাদের ক্ষেত্রে বিয়ের পর পদবী বদলে গেলে ভোটার কার্ডের নাম ও ঠিকানা বদলের প্রয়োজন হয়। অন্যান্য পরিচয়পত্রের সঙ্গে ভোটার কার্ডের নাম ঠিকানা নাম মিললে বিভিন্ন ক্ষেত্রেই সমস্যা হতে পারে। অনেকই বুঝে পান না কীভাবে ভোটার কার্ডের নাম বদল করবেন। নির্বাচনের কমিশনের উদ্যোগে ঘরে বসেই এখন ভোটার কার্ডের নাম বদলে ফেলা সম্ভব। অফলাইনেও ভোটার কার্ডের নাম বদলে ফেলা সম্ভব, তবে সেই প্রক্রিয়া দীর্ঘমেয়াদি। কীভাবে নাম সহ যাবতীয় তথ্য বদল করবেন, এক নজরে দেখে নিন…