কলকাতা: নিয়ম অনুযায়ী প্রাপ্ত বয়স্ক সকলকেই আমাদের দেশের সংবিধান ভোটাধিকার দিয়েছে। ভোটাধিকার সুরক্ষিত করতে দেশের সংবিধান সকলকেই ভোটার কার্ড দিয়েছে। তবে ভোটার কার্ড যে শুধুমাত্র ভোটাধিকার প্রয়োগ করার কাজেই ব্যবহার করা হয় এমনটা নয়, পরিচয়পত্র হিসেবে ভোটাধিকার ব্যাপকভাবে ব্যবহার করা হয়। তবে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে সব পরিষেবা যেমন ডিজিটাল হচ্ছে, ঠিক তেমনভাবেই ভারতের নির্বাচন কমিশনের তরফেও ডিজিটাল ভোটার কার্ড অথবা ই-এপিক চালু করা হয়েছে। এই ইলেকট্রনিক ভোটার কার্ড ভোটার কার্ডের পিডিএফের তুলনায় অনেকটা বেশি নিরাপদ। সহজেই আপনার মোবাইল ফোন, কম্পিউটার, বা ল্যাপটপে এই ভোটার আইডি কার্ড ডাউনলোড করা সম্ভব হবে।
কী ভাবে ডাউনলোড করবেন ভোটার কার্ড?