দু’চাকা হোক অথবা চারচাকা, রাস্তায় সাধের গাড়ি চালাতে হলে সঙ্গে সঙ্গে রাখতে হয় বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্র। লাইসেন্স, ইনসিওরেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা আরসির মত নথিগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় সরকারের সড়ক ও পরিবহণ মন্ত্রক গাড়ি মালিকদের সুবিধার জন্য বাহন ই-সার্ভিস পরিষেবা চালু করেছে। এই পোর্টাল থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরসি বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট ব্যবহার করা যাবে। গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেটে গাড়ি সম্পর্কে যাবতীয় বিস্তারিত তথ্য থাকে। বাইন ই পোর্টালের মাধ্যমে সহজেই আরসি ডাউনলোড করা যাবে। তবে সেক্ষেত্রে বেশ কিছু প্রয়োজনীয় জিনিস জানা প্রয়োজন। ১. গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, ২. গাড়ির চেসিস নম্বর, ৩. গাড়ির ইঞ্জিনের নম্বর। কীভাবে ডাউনলোড করবেন নিজের আরসি সার্টিফিকেট, এক নজরে দেখে নিন…