Digital Driver’s license: কীভাবে মিলবে ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স?

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Jul 14, 2022 | 9:00 AM

Driving licence: যাবতীয় গুরুত্বপূর্ণ নথিপত্র মোবাইলে রেখে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারে ইলেক্ট্রনিক্স ও ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের তরফে ডিজি লকার অ্যাপলিকেশন চালু করা হয়েছে, সেখানে সহজেই গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণ করে রাখা যাবে।

Digital Drivers license: কীভাবে মিলবে ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স?
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

বাইক বা গাড়ি চালানোর সময়ে ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক। সেই কারণে সব সময়ই গাড়ি চালানোর সময় লাইসেন্স কাছে রাখতে হয়। কিন্তু লাইসেন্স সঙ্গে নিয়ে ঘুরলে তা হারিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনাও থাকে। এখন বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশনের রমরমার কারণে অনেক কাজই মোবাইলের মাধ্যমে সহজে করা যায়। যাবতীয় গুরুত্বপূর্ণ নথিপত্র মোবাইলে রেখে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারে ইলেক্ট্রনিক্স ও ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের তরফে ডিজি লকার অ্যাপলিকেশন চালু করা হয়েছে, সেখানে সহজেই গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণ করে রাখা যাবে। সেখানে অন্যান্য নথির সঙ্গে ড্রাইভিং লাইসেন্সও রেখে দেওয়া সম্ভব হবে এবং প্রয়োজনে সেখান থেকে ডাউনলোড করে নেওয়াও সম্ভব। এছাড়াও পরিবহণ সেবা অ্যাপের মাধ্যমেও লাইসেন্স ডাউনলোড করা যেতে পারে। কীভাবে ডিজিটাল পদ্ধতিতে লাইসেন্স ডাউনলোড করবে জেনে নিন।

ডিজিলকার অ্যাপ

  1. প্লে স্টোর থেকে নিজের মোবাইলে ডিজিলকার অ্যাপ ডাউনলোড করতে হবে।
  2. এবার ‘documents you might require’ বিভাগে চলে যেতে হবে।
  3. সেখানে গিয়ে ‘driving license’ অপশনে ক্লিক করুন।
  4. ক্লিক করার পর “Ministry of Road and Transport Highways” অপশনটি বেছে নিতে হবে।
  5. এবার ‘driver’s licence number’ নম্বর দিন।
  6. তারপর ‘receive the documents’ বেছে নিয়ে ড্রাইভিং লাইসেন্সের পিডিএফ ডাউনলোড করে নিন।

পরিবহণ সেবা ওয়েবসাইট

  1. প্রথমেই পরিবহণ সেবা ওয়েবসাইটে যেতে হবে।
  2. এবার “Driver’s license-related services”-এ ক্লিক করে “online services” বেছে নিতে হবে।
  3. নিজের রাজ্য বেছে নিতে হবে।
  4. এবার “Driving licence section” থেকে “Print Driving licence”-এ ক্লিক করুন।
  5. আপনার অ্যাপলিকেশন নম্বর এবং জন্মতারিখ দিন।
  6. সাবমিট করে নিজের ড্রাইভিং লাইসেন্স তথ্য বেছে নিন।
Next Article