কাছে অথবা দূরের কোনও গন্তব্যে যেতে হলে দেশের সিংহভাগ মানুষই ভারতীয় রেলওয়ের(Indian Railway) ওপর আস্থা রাখেন। ট্রেনে যাতায়াত করলে একদিকে যেমন সময় বাঁচে, অন্যদিকে কম খরচেও চলাচল করা সম্ভব হয়। বিভিন্ন সময়ে যাত্রাপথে রেলের খাবার নিয়ে বিস্তর অভাব-অভিযোগ উঠেছে। অনেক রেল যাত্রী মনে করেন, রেলের খাবারের গুনমান অত্যন্ত খারাপ, এমনকী সুস্বাদুও নয় সেই কারণে অনেকে বাড়ি থেকে খাবার নিয়ে যান অথবা স্টেশনে নেমে খাবার কিনতে হয়। রাজধানী (Rajdhani Express), দূরন্তর মতো ট্রেনে খাবারের গুণমান তুলনামূলকভাবে ভাল হলেও, অন্য ট্রেনগুলির খাবার নিয়ে সন্তুষ্ট নন সিংহভাগ যাত্রী। এখন ট্রেনে বসেই নিজের পছন্দের রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করতে পারেন যাত্রীরা। আইআরসিটিসি জ়ুপ অ্যাপকে (Zoop App) ট্রেনের কামরায় খাবার দিতে অনুমোদন দিয়েছে। এই পরিষেবা পেতে অতিরিক্ত কোনও চার্জ দিতে লাগবে না বলেই জানিয়েছে রেল। এমনকী হোয়াটসঅ্যাপেও খাবার অর্ডার করা যাবে। কীভাবে অর্ডার করা যাবে এক নজরে দেখে নেওয়া যাক…