কলকাতা: বর্তমান সময়ে আধার কার্ডের (Aadhaar Card) ব্যবহার প্রায় সব জায়গাতেই হয়ে থাকে। আধার কার্ড প্রত্যেক নাগরিকের জন্য জরুরী দস্তাবেজ হয়ে উঠেছে। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয় প্রমাণগুলির মধ্যে একটি। সমস্ত সরকারি স্কিম, ভর্তুকি ইত্যাদির সুবিধা পাওয়ার জন্য আধার কার্ড জরুরি। আধার কার্ডের সঙ্গে ছবি, নম্বর এবং চোখের রেটিনা, আঙুলের ছাপ ব্যবহার করা হয়ে থাকে। এমনকী ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে এখনও আধারের ব্যবহার সর্বোত্র। এখন থেকে আধার কার্ডের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্স জানতে পারবেন গ্রাহকরা। যেসব প্রবীণ নাগরিক ও প্রাপ্তবয়স্কদের স্মার্টফোন নেই অথবা স্মার্টফোন ব্যবহার করেননা তাদরে ক্ষেত্রে এই পরিষেবা যথেষ্টই সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে। তবে আধার নম্বর ব্যবহার করে ব্যাঙ্কের অ্যাকাউন্ট ব্যালেন্স জানার জন্য গ্রাহককে মোবাইল ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর অবশ্যই লিঙ্ক করতে হবে।
আধার কার্ড ব্যবহার করে কীভাবে জানা যাবে ব্যাঙ্ক ব্যালেন্স?