Loan Fraud: আপনার নামের নথি দিয়ে অন্য কেউ ঋণ নেয়নি তো? কীভাবে বুঝবেন?

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 06, 2023 | 8:17 AM

Loan Fraud: অনেক সময় অজান্তেই প্রতারণার ফাঁদে পড়ে যান সাধারণ মানুষ।

Loan Fraud: আপনার নামের নথি দিয়ে অন্য কেউ ঋণ নেয়নি তো? কীভাবে বুঝবেন?
প্রতীকী ছবি

Follow Us

নয়া দিল্লি: ধরে নেওয়া যাক আপনি ব্যাঙ্ক থেকে কোনও ঋণ নেননি। কিন্তু একদিন সকালে আপনার কাছে পৌঁছে গেল ঋণ মেটানোর নোটিস। এমন পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়বেন যে কেউ। এই ধরনের বিড়ম্বনায় যাতে সাধারণ মানুষকে পড়তে না হয়, সে ব্যাপারে সতর্ক থাকা প্রয়োজন। এমন পরিস্থিতি যদি এড়াতে চান, তার জন্য বাড়িতে বসেই সবকিছু দেখে নেওয়ার ব্যবস্থা আছে। আপনার নামের নথি নকল করে কেউ ঋণ নিচ্ছেন কি না, তা স্পষ্ট হয়ে যাবে।

অনেক সময় অজান্তেই প্রতারণার ফাঁদে পড়ে যান সাধারণ মানুষ। সম্প্রতি এমনই একটি ঘটনা সামনে আসে বেঙ্গালুরুর রাজাজিনগরে। এক ব্যবসায়ীর বিরুদ্ধে অন্যের নথি নকল করে ৫ কোটি টাকা পর্যন্ত ঋণ নেওয়ার অভিযোগ ওঠে। ব্যাঙ্কের কাছে খবর পৌঁছনোর পরই তড়িঘড়ি শুরু হয়ে যায় খোঁজ। পরে জানা যায়, নকল নথি দিয়েই ঋণ নেওয়া হয়েছিল। এই ঘটনায় এক ব্যবসায়ী সহ মোট ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।

বাড়িতে বসে যে কেউ পরীক্ষা করে দেখতে পারবেন তাঁর নথি জাল করা হয়েছে কি না। cibil.com-এই ওয়েবসাইটের মাধ্যমে সব তথ্য জানা যাবে।

১. প্রথমে cibil.com ওয়েবসাইটে গিয়ে লগ ইন করুন।

২. ওয়েবসাইটে একটি ফর্ম থাকবে, যা পূরণ করতে হবে আপনাকে। ক্রেডিট স্কোর সংক্রান্ত পুরো স্কোর দিতে হবে।

৩. ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে ৫৫০ টাকা দিতে হবে এই তথ্য জানার জন্য।

৪. টাকা দেওয়া ও ফর্ম পূরণের পর আপনার মেল আইডি-তে আসবে সব তথ্য।

৫. এই পদ্ধতিতে আপনি জানতে পারবেন, আপনার নামে আগে কতগুলি ঋণ নেওয়া হয়েছে। কোনও ক্ষেত্রে আপনি ডিফল্টার কি না, সেটাও জানা যাবে এভাবেই।

Next Article