Bangla NewsBusiness How to Withdraw money if EPFO Account Holder did not have nominee, know step by step process
EPF অ্যাকাউন্টে নমিনি না থাকলেও মৃত্যুর পর কীভাবে টাকা তুলবেন, গোটা প্রক্রিয়া ধাপে ধাপে জেনে নিন
EPFO Update: যদি কোনও ব্য়ক্তির পিএফ অ্যাকাউন্টে নমিনি না থাকে, তবে তার পরিবারের সদস্যদের টাকা পেতে সমস্যা হয়। তবে চিন্তার কারণ নেই। যদি পিএফ অ্যাকাউন্টে নমিনি না থাকে, তাহলেও কীভাবে টাকা তুলবেন, তা জেনে নিন।
ফাইল চিত্র
Follow Us
নয়া দিল্লি: ভবিষ্যৎ সুরক্ষিত রাখার জন্য অর্থ সঞ্চয় অত্যন্ত জরুরি। চাকরিজীবীদের অর্থ সঞ্চয়ের অন্যতম মাধ্যম হল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ। এই অর্থ সঞ্চয় প্রকল্পে কর্মী ও যে সংস্থায় চাকরি করেন, উভয়ের তরফেই বেতনের ১২ শতাংশ করে অর্থ ইপিএফ ফান্ডে জমা দেওয়া হয়। অধিকাংশ বিনিয়োগ প্রকল্পের মধ্যে এই সরকারি প্রকল্পেই তুলনামূলকভাবে বেশি সুদ পাওয়া যায়। যদি চাকরিরত ব্যক্তির কর্মাবস্থায় বা অবসরের পর মৃত্যু হয়, তবে পিএফ অ্যাকাউন্টে জমা টাকা তার পরিবার বা উত্তরসূরী পান। কিন্তু অনেক সময়ই পিএফ অ্যাকাউন্ট নিয়ে সমস্য়া তৈরি হয়। যদি কোনও ব্য়ক্তির পিএফ অ্যাকাউন্টে নমিনি না থাকে, তবে তার পরিবারের সদস্যদের টাকা পেতে সমস্যা হয়। তবে চিন্তার কারণ নেই। যদি পিএফ অ্যাকাউন্টে নমিনি না থাকে, তাহলেও কীভাবে টাকা তুলবেন, তা জেনে নিন।
যদি পিএফ অ্যাকাউন্টে নমিনি না থাকে বা পরিবারের সদস্য অপ্রাপ্তবয়স্ক হয়, তবে কীভাবে টাকা তুলবেন?
প্রথমেই আপনাকে ফর্ম ২০ তুলতে হবে। সেখানে ইপিএফ সদস্য অর্থাৎ মৃত ব্যক্তির নাম ও ব্য়ক্তিগত তথ্য এবং যিনি আবেদন করছেন, তার বিস্তারিত তথ্য পূরণ করতে হবে।
এই ফর্ম পূরণ করার পর আবেদনকারীর ফোন নম্বরে মেসেজের মাধ্য়মে আবেদন সংক্রান্ত যাবতীয় আপডেট আসবে।
এছাড়া আপনি ইপিএফও-র ওয়েবসাইটে গিয়েও আবেদনের আপডেট দেখতে পারবেন।