নয়া দিল্লি: ট্রেনের খাবার নিয়ে অভিযোগের শেষ নেই। এমনকি, মোদী সরকারের গর্বের বন্দে ভারত ট্রেনের খাবার নিয়েও ইতিমধ্যে অনেক অভিযোগ উঠে এসেছে। তবে, এবার সেই সমস্যার সম্পূর্ণ সমাধান হতে চলেছে। ট্রেনে বসেও আপনি ইচ্ছেমতো সুইগি-র মাধ্যমে পছন্দের রেস্তোরাঁ থেকে মনের মতো খাবার আনিয়ে নিতে পারবেন। সম্প্রতি, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি (IRCTC) ট্রেনে খাবার সরবরাহের জন্য, ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম সুইগির সঙ্গে এক সমঝোতা চুক্তি বা মউ স্বাক্ষর করেছে। এর ফলে, আপনি এখন ট্রেন-যাত্রার সময় যেকোনও রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করতে পারবেন। আর সেই খাবার হাতে গরম পৌঁছে যাবে আপনার কাছে। ন্ট থেকে আপনার পছন্দের খাবার পেতে পারেন।
সমঝোতা চুক্তি অনুযায়ী, আগামিকাল, অর্থাৎ, সোমবার থেকেই বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া-সহ ভারতব্যাপী ৬৩টি স্টেশনের জন্য এই পরিষেবা চালু করা হবে। আগামী দিনে, এই পরিষেবার পরিধি আরও বাড়ানো হবে। আইআরসিটিসি-র চেয়ারম্যান তথা এমডি সঞ্জয় কুমার জৈন বলেছেন, “ভারতীয় রেলের কোটি কোটি যাত্রীদের জন্য ট্রেন-যাত্রাকে আরও আরামদায়ক এবং সুবিধাজনক করার জন্য নতুন নতুন উপায় খুঁজে বার করার চেষ্টা করে আইআরসিটিসি। সুইগি-র সঙ্গে আমাদের এই পার্টনারশিপের ফলে যাত্রীরা ট্রেনে বসে আরও অনেক খাবারের বিকল্প পাবেন। তাদের ভ্রমণ আরও স্মরণীয় হয়ে উঠবে।” তিনি জানিয়েছেন, প্রি-অর্ডার করা খাবারের ডেলিভারি করা হবে আইআরসিটিসির ই-ক্যাটারিং পোর্টালের মাধ্যমে।
এই বিষয়ে সুইগির সিইও রোহিত কাপুর বলেছেন, “ট্রেন বিভিন্ন রাজ্য এবং জেলার মধ্য দিয়ে যায়। তাই ট্রেনে যাত্রার সময়, সুইগিতে অর্ডার করে, ভারতের রন্ধনসম্পর্কীয় বৈচিত্র্যের স্বাদ পাবেন যাত্রীরা। এর ফলে, তাদের যাত্রা আরও সুবিধাজনক এবং আরও আনন্দদায়ক হয়ে উঠবে। সামগ্রিকভাবে ট্রেন ভ্রমণ হয়ে উঠবে আরও প্রাণবন্ত।” প্রসঙ্গত, ২০২৩ সালে, নয়া দিল্লি, প্রয়াগরাজ, কানপুর, লখনউ এবং বারাণসীর রেলস্টেশনের জন্য, আরেক খাদ্য সরবরাহকারী সংস্থা জোম্যাটোর সঙ্গে একই রকম একটি চুক্তি করেছিল।
এবার দেখে নেওয়া যাক, কীভাবে যাত্রীরা সুইগির মাধ্যমে ট্রেনে বসে প্রি-অর্ডার করা খাবারা পাবেন –
– আইআরসিটিসির অ্যাপে পিএনআর দিন
– কোন স্টেশনে খাদ্য সরবরাহ করা হবে, তা বেছে নিন
– সুইগির রেস্তোরাঁগুলির একটি বড় তালিকা পাবেন
– আপনার বাছাই করা স্থানে এবং সময়ে কোন রেস্তোরাঁগুলি খাবার সরবরাহ করছে, তা দেখুন
– সেখান থেকে একটি রেস্তোরাঁ বেছে নিন
– সুইগির ডেলিভারি পার্টনার ডেলিভারির কয়েক মিনিট আগে আপনার বেছে নেওয়া প্ল্যাটফর্মে পৌঁছে যাবেন
– ট্রেনেই আপনার হাতে ইনসুলেটেড কনটেইনারে (যে পাত্রে খাবার গরম থাকে) খাবার হস্তান্তর করবেন ডেলিভারি পার্টনার