AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Small Savings Schemes: ১০ বছরেই পয়সা দ্বিগুণ করার সুযোগ দিচ্ছে এই স্কিম, জেনে নিন বিস্তারিত…

Savings Scheme: স্মল সেভিংস স্কিম রয়েছে পোস্ট অফিসে। এরকমই একটি কিষাণ বিকাশ পত্র। ১০ বছরে দ্বিগুণ অর্থ পর্যন্ত পেতে পারেন এই স্কিমে।

Small Savings Schemes: ১০ বছরেই পয়সা দ্বিগুণ করার সুযোগ দিচ্ছে এই স্কিম, জেনে নিন বিস্তারিত...
১০ বছরে টাকা হবে দ্বিগুণ।
| Edited By: | Updated on: Mar 10, 2023 | 7:00 AM
Share

সকলেই কম বেশি সঞ্চয়ের পথে হাঁটেন। সঞ্চয়ের লক্ষ্য একটাই, কিছুটা হলেও ভবিষ্যৎ সুরক্ষিত রাখা। তবে একইসঙ্গে এই সঞ্চয়ের (Savings) সিদ্ধান্ত নেওয়ার সময় অনেকেরই মনে ভয় কাজ করে, কোনওভাবে অর্থ জমাতে গিয়ে ক্ষতির মুখে না পড়তে হয়। একইসঙ্গে চিন্তা থাকে, কতটা ফেরত পাওয়া যাবে। একটু খোঁজ খবর করে, পরিকল্পনা করে সঞ্চয়ের পথে হাঁটলে আখেরে লাভবানই হবেন আপনি। বহু স্মল সেভিংস স্কিম রয়েছে পোস্ট অফিসে। এরকমই একটি সঞ্চয় প্রকল্পের নাম কিষাণ বিকাশ পত্র (KVP)। ১০ বছরে দ্বিগুণ অর্থ পর্যন্ত পেতে পারেন কিষাণ বিকাশ পত্র সার্টিফিকেট কিনে।

কতটা সুদ পাবেন?

এই মুহূর্তে ৭.২ শতাংশ অবধি ইন্টারেস্ট রেট রয়েছে কিষাণ বিকাশ পত্র। বছরের হিসাবে সুদের হার ধার্য হয় এক্ষেত্রে। এই ৭.২ শতাংশ আপনি পাবেন ১ জানুয়ারি ২০২৩-এর হিসাবে। ১২০ মাসে দ্বিগুণ হবে। অর্থাৎ ১০ বছরে ডবল বোনাঞ্জা আপনার জন্য।

কতটা বিনিয়োগ করতে হবে?

এই সরকারি প্রকল্পে একজন কমপক্ষে ১ হাজার টাকা বিনিয়োগ করতে পারেন। সর্বোচ্চ বিনিয়োগের কোনও পরিমাণ নেই।

কারা বিনিয়োগ করতে পারবেন?

এই স্কিমে একজন প্রাপ্ত বয়স্ক কিংবা একসঙ্গে তিনজন প্রাপ্ত বয়স্ক জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন। একইসঙ্গে বাচ্চাদের (Minor) হয়ে তার অভিভাবক অ্যাকাউন্ট খুলতে পারবেন। শুধু তাই নয়, কারও বয়স যদি ১০ বছর হয়, তার নামেও অ্যাকাউন্ট খোলা যাবে নির্দিষ্ট নিয়ম মেনে।

কতদিনে অ্যাকাউন্ট ম্যাচিওর হবে?

অর্থমন্ত্রকের এই স্মল সেভিংস স্কিমে সময়ভেদে অ্যাকাউন্ট ম্যাচিওর হওয়ার বিষয়টি নির্ধারিত হয়। ডিপোজিটের তারিখ অনুযায়ী তা নির্ধারিত হয়।

ম্যাচিওরিটির আগে করতে পারেন বন্ধ

ম্যাচিওর হওয়ার আগেও আপনি কিষাণ বিকাশ পত্র স্কিম বন্ধ করতে পারেন। তবে সেক্ষেত্রে-

১. অ্যাকাউন্ট হোল্ডার মারা গেলে।

২. কোর্টের কোনও নির্দেশ থাকলে।

৩. টাকা জমা করার ২ বছর ৬ মাস পর আপনি চাইলে অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারেন।