লন্ডন: মাত্র ১ পাউন্ড স্টার্লিং বা ভারতীয় মুদ্রায় ৯৯ টাকায় দেউলিয়া হওয়া মার্কিন ব্যাঙ্ক, সিলিকন ভ্যালি ব্যাঙ্কের ব্রিটিশ শাখা অধিগ্রহণ করল ইউরোপের অন্যতম শক্তিশালী ব্যাঙ্ক এইচএসবিসি (HSBC)। এর ফলে এসভিবি-র ব্রিটিশ শাখার প্রায় ৩০০০ গ্রাহকের আমানত সুরক্ষিত হল বলে দাবি করেছে ব্রিটিশ সরকার। এই গ্রাহকদের মিলিত আমানতের পরিমাণ ৮১০ কোটি মার্কিন ডলার। তবে, এই অধিগ্রহণের ফলে এইএসবিসি ব্যাঙ্কের ঘাড়ে এসভিবি ইউকে-র বিপুল ঋণের বোঝাও চাপল। সব মিলিয়ে সিলিকন ভ্যালি ব্যাঙ্কের ব্রিটিশ শাখার মোট ঋণের পরিমাণ প্রায় ৬৬০ কোটি মার্কিন ডলার। এইচএসবিসি হোল্ডিংস জানিয়েছে, এই অধিগ্রহণ চুক্তির ক্ষেত্রে মধ্যস্থতা করেছে ব্যাঙ্ক অব ইংল্যান্ড এবং ব্রিটিশ সরকার। এই চুক্তির বিষয়ে ব্রিটিশ ট্রেজারি বলেছে, “আজ এইচএসবিসি-র কাছে বিক্রি হয়েছে সিলিকন ভ্যালি ব্যাঙ্ক লিমিটেড ইউকে। এসভিবি ইউকে-এর গ্রাহকরা আজ থেকে স্বাভাবিকভাবে তাদের আমানত এবং অন্যান্য ব্যাঙ্কিং পরিষেবা পাবেন।”
অন্যদিকে, এইচএসবিসি ব্যাঙ্কের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, অবিলম্বে যাবতীয় লেনদেন সম্পন্ন করা হবে। ব্যাঙ্ক বলেছে, “১০ মার্চ পর্যন্ত, এসভিবি ইউকের প্রায় ৫৫০ কোটি পাউন্ডের ঋণ ছিল এবং প্রায় ৬৭০ কোটি পাউন্ডের আমানত ছিল। ২০২২ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া আর্থিক বর্ষের জন্য, ৮৮০ পাউন্ড কর দেওয়ার পরও মুনাফা করেছিল। এসভিবি উইকের প্রকৃত ইকুইটি প্রায় ১৪০ বিলিয়ন পাউন্ড হবে বলে আশা করা হচ্ছে। অধিগ্রহণ থেকে উদ্ভূত লাভের চূড়ান্ত হিসাব যথাসময়ে সামনে আনা হবে।” ব্রিটেনের অর্থমন্ত্রী জেরেমি হান্ট বলেছেন, “এইচএসবিসি হল ইউরোপের বৃহত্তম ব্যাঙ্ক। এসভিবি ইউকের গ্রাহকদের এইচএসবিসির শক্তি এবং নিরাপত্তা নিয়ে আশ্বস্ত থাকা উচিত।”
এই চুক্তিটি হওয়ার আগে এসভিবি ইউকে বিক্রির জন্য রাতভর নিলাম হয়। সূত্রের খবর, তার মধ্যেই ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন এসভিবি ইউকের প্রধান কার্যনির্বাহী কর্তা নোয়েল কুইন। জেপি মর্গান, বার্কলেস, লয়েডস ব্যাঙ্কিং গ্রুপের মতো বড় মাপের আন্তর্জাতিক ব্যাঙ্কগুলি এই নিসলাম প্রক্রিয়ায় অংশ নিয়েছিল। মধ্যপ্রাচ্য থেকেও এক বড় মাপের ক্রেতা ছিল।
রবিবারই মার্কিন সরকার আমানতকারীদের অর্থ রক্ষা করার আশ্বাস দিয়েছে। এর কয়েক ঘণ্টা পরই ব্রিটিশ সরকারের মধ্যস্থতায় এইচএসবিসি ব্যাঙ্ক এই অধিগ্রহণের কথা ঘোষণা করল। এমনকি, যে ব্যক্তিদের বীমা করা নেই তাদেরও অর্থ রক্ষার বার্তা দিয়েছে মার্কিন সরকার। তারা আসলে এসভিবির মার্কিন শাখা অধিগ্রহণের জন্য সম্ভাব্য দরদাতাদের খোঁজ করছে। মার্কিন সরকার জানিয়েছে, সোমবার (১৩ মার্চ) থেকে তাদের সমস্ত নগদ ব্যবহার করতে পারবে আমানতকারীরা। আমেরিকান ব্যাঙ্কিং ব্যবস্থায় জনগণের আস্থা ফেরাতে একাধিক জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে।