AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Investment: এই স্কিমে টাকা রাখলে নিশ্চিত মালামাল হবেন মাত্র ৪৪৪ দিনেই!

Invest Money: ক্রিপ্টোতে বিনিয়োগ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অন্যদিকে, শেয়ার বাজারেও ঝুঁকি রয়েছে। ফলে ঝুঁকিহীন ভাবে মুদ্রাস্ফীতিকে হারানোর মতো জায়গা রয়েছে ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট।

Investment: এই স্কিমে টাকা রাখলে নিশ্চিত মালামাল হবেন মাত্র ৪৪৪ দিনেই!
Image Credit: Getty Images
| Updated on: Jun 30, 2025 | 1:53 PM
Share

বর্তমানে টাকা শুধুমাত্র সঞ্চয় করলেই হয় না। কোন পথে আপনার কষ্টার্জিত টাকা আরও টাকা উপার্জন করবে সে দিকও দেখতে হয়। কারণ, মুদ্রাস্ফীতির যা হার, তাতে শুধু সঞ্চয় করলে তার মূল্য সময়ের সঙ্গে সঙ্গে কমতে থাকে। আর সেই কারণেই বিনিয়োগের কথাও ভাবতে হয়। আর অনেকেই বিনিয়োগ বলতে শেয়ার বাজার বা ক্রিপ্টোতে বিনিয়োগের কথা বলেন। ক্রিপ্টোতে বিনিয়োগ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অন্যদিকে, শেয়ার বাজারেও ঝুঁকি রয়েছে। ফলে ঝুঁকিহীন ভাবে মুদ্রাস্ফীতিকে হারানোর মতো জায়গা রয়েছে ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অমৃত বৃষ্টি স্কিমে সর্বোচ্চ ৭.১০ শতাংশ হারে সুদ পাওয়া যায়। ৪৪৪ দিনের এই স্কিমে ৬.৬০ শতাংশ সুদ পান সাধারণ নাগরিকরা। অন্যদিকে, ৭.১০ শতাংশ হারে সুদ পান সিনিয়র সিটিজেনরা। অর্থাৎ, কোনও সাধারণ মানুষ ১০ লক্ষ টাকা জমা রাখলে ৪৪৪ দিন পর সে ১০ লক্ষ ৮২ হাজার ৮৮৬ টাকা পাবে। আর কোনও সিনিয়র সিটিজেন ১০ লক্ষ টাকা জমা রাখলে তিনি ১০ লক্ষ ৮৯ হাজার ৩৮১ টাকা পাবেন।

ব্যাঙ্ক অফ বরোদা এবং কানাড়া ব্যাঙ্কের মতো দুই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কও ৪৪৪ দিনের স্কিমে এই একই সুদ দেয়। অন্যদিকে, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা পিএনবির ৪৪৪ দিনের স্কিম না থাকলেও তাদের ৩৯০ দিনের স্কিমে আর একটু বেশি সুদ দেয় তারা। সেখানে সাধারণ মানুষ ৬.৭ শতাংশ হারে ও সিনিয়র সিটিজেনরা ৭.২০ শতাংশ হারে সুদ পান।

অর্থাৎ, কোনও সাধারণ মানুষ ১০ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করলে সেই ডিপোজিট ম্যাচিওর হলে তিনি ১০ লক্ষ ৭৩ হাজার ৫৭৭ টাকা পাবেন। অন্যদিকে, কোনও সিনিয়র সিটিজেন এই স্কিমে ১০ লক্ষ টাকা রাখলে তিনি পাবেন ১০ লক্ষ ৭৯ হাজার ২৩০ টাকা।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।