Income Tax: ৩১ জুলাইয়ের মধ্যে আয়কর জমা না দিলে কী হতে পারে জানুন
করোনার পরিস্থিতিতে নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও আয়কর জমার সুযোগ দিয়েছিল আয়কর দফতর। কিন্তু এ বছর আয়কর জমার সময়সীমা বৃদ্ধির কোনও ইঙ্গিত দেওয়া হয়নি। অর্থাৎ ৩১ জুলাইয়ের আয়কর জমার শেষ দিন।

নয়াদিল্লি: আয়কর জমা দেওয়ার শেষ তারিখ ধার্য হয়েছে ৩১ জুলাই। এর মধ্যে আয়কর ফাইল না করলে ক্ষতির মুখে পড়তে হতে পারে। এই প্রতিবেদনে আমরা জানাব, নির্দিষ্ট সময়ে আয়কর রিটার্ন না করলে কী হতে পারে। কত জরিমানা হতে পারে, কী শাস্তির মুখোমুখি হতে হবে।
করোনার পরিস্থিতিতে নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও আয়কর জমার সুযোগ দিয়েছিল আয়কর দফতর। কিন্তু এ বছর আয়কর জমার সময়সীমা বৃদ্ধির কোনও ইঙ্গিত দেওয়া হয়নি। অর্থাৎ ৩১ জুলাইয়ের আয়কর জমার শেষ দিন। এই সময়ের মধ্যে যদি আপনি আয়কর জমা না দেন, তাহলে আপনি এই অর্থবর্ষের জন্য আয়কর জমা দিতে পারবেন না এমনটা নয়। ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়কর জমা করতে পারবেন। কিন্তু তার জন্য জরিমানা দিতে হবে। আপনার রোজগার যদি ৫ লক্ষ টাকার বেশি হয় তাহলে আপনাকে ৫ হাজার টাকা জরিমান দিতে হবে। আপনার রোজগার যদি বছরে ৫ লক্ষ টাকার কম হয়, তাহলে আপনাকে এক হাজার টাকা জরিমানা দিতে হবে।
নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর আয়কর জমা দিতে হলে, বিভিন্ন ট্যাক্স ডিডাকশনের সুবিধা নাও পেতে পারেন আপনি। সে ক্ষেত্রে ট্যাক্স লায়াবিলিটি বৃদ্ধি পাবে। এর জেরে আয়করের পরিমান বেড়ে যাবে। তাই আর দেরী করবেন না। এখনও সময় রয়েছে। যত দ্রুত সম্ভব জমা দিয়ে দিন আয়কর।
