কলকাতা: লাগামছাড়া ঘোড়ার মতো দৌড়চ্ছে পেট্রোল ডিজেলের দাম। যে হারে প্রতিদিন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি হচ্ছে তাতে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্ত সাধারণ মানুষের। এর মধ্যে আজ আবারও বেড়েছে পেট্রোল ডিজেলের দাম। আইওসিএলের এদিনের প্রকাশিত দর অনুযায়ী পেট্রোল ডিজেলের দুই জ্বালানি তেলের দামই ৩৫ পয়সা করে বাড়ানো হয়েছে। সদ্য প্রকাশিত দর অনুযায়ী এদিন কলকাতায় পেট্রোলের দাম ১০৭.৭৮ টাকা এবং ডিজেলের দাম ৯৯.০৮ টাকা। প্রতিদিনই পেট্রোল ডিজেলের দাম ৩৫ পয়সা করে বেড়ে চলেছে।
যে হারে জ্বালানি তেলের দাম বাড়ছে তাতে রোজই চাপের মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। ভারত বিশ্বের তৃতীয় সবচেয়ে বড় জ্বালানি তেল আমদানি করা দেশ। ভারতের তেলের চাহিদার ৮৫ শতাংশই আমদানি করা হয় মধ্য-পূর্বের তেল উৎপাদনকারী দেশগুলি থেকে। বর্তমানে বিশ্ববাজারে ক্রুড অয়েল অর্থাৎ অপরিশোধিত তেলের দাম বেড়ে চলেছে। ফলে তার প্রভাব পড়ছে ভারতের জ্বালানি তেলের মূল্যের উপরেও।
দেশে তেলের দাম বাড়লেও কেন্দ্রীয় সরকারের তরফে এখনই জ্বালানি তেলের উপর কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি। কেন্দ্রীয় সরকারের মতে, যদি জ্বালানি তেলের উপর লিটার প্রতি ৫ টাকা এক্সসাইজ ডিউটি কমানোও হয় তাহলে তেলের বাড়তি দাম থেকে মাত্র ০.২০ শতাংশ কম হবে। যা এমনকিছু প্রভাব ফেলবে না বাড়তি দামে। প্রসঙ্গত ২০২০ সালে মার্চ থেকে ২০২১ এর মাঝামাঝি পর্যন্ত কেন্দ্রীয় সরকার পেট্রোপণ্যের এক্সসাইজ ডিউটি থেকে ৩.৩৫ কোটি টাকা আয় করেছে। সরকারের মতে এই আয় আরও বেশি হতে পারত কিন্তু লকডাউনের কারণে এই আয় কম হয়েছে।
তবে শুধু যে পেট্রোপণ্য থেকেই সরকারে আয় হয় তা নয়। পেট্রোল ডিজেল ছাড়াও প্রাকৃতিক গ্যাস, এটিএফ (ATF) এবং ক্রুড অয়েল থেকেও এক্সসাইজ ডিউটি থেকে সরকারের আয় হয়। এই সবকিছু মিলিয়েই চলতি আর্থিক বছরে সরকারে মোট এক্সসাইজ ডিউটি আয় হয়েছে ৩.৮৯ কোটি টাকা।
তবে পেট্রোপণ্যের দাম কমাতে কেন্দ্রীয় সরকারের তরফে পদক্ষেপ গ্রহণ করার কথা ভাবা হচ্ছে। পেট্রোলিয়াম মন্ত্রকের সচিবের তরফে জানানো হয়েছে, তারা একটি গ্রুপ তৈরি করতে চলেছেন, যেখানে সরকারের পাশাপাশি বেসরকারি রিফাইনারিগুলিকেও রাখা হচ্ছে। এই গ্রুপে ক্রুড অয়েলের আমদানির ব্যাপারে সব স্তরের দাম এবং চাহিদা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করা হবে। এবং তা থেকেই দাম কমানোর সমাধান সূত্র বেরিয়ে আসতে পারে।
চলতি মাসে তিনদিন বাদ দিয়ে এখনও পর্যন্ত মোট ২০বার বেড়েছে পেট্রোল ডিজেলের দাম। এদিন রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ১০৬.৮৯ টাকা প্রতি লিটার, অন্যদিকে ডিজেলের দাম প্রতি লিটার ৯৫.৯৭ টাকা। মুম্বইতে পেট্রোলের দাম ১১২.৪৪ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম প্রতি লিটার ১০৪.০০ টাকা। চেন্নাইতে ডিজেলের দাম প্রতি লিটার ১০০.২৫ টাকা এবং পেট্রোলের দাম ১০৩.৯২ টাকা। প্রসঙ্গত গতকালই এরাজ্যের পুরুলিয়া জেলার ঝালদা শহরে রাজ্যের মধ্যে প্রথমবার ডিজেলের দাম সেঞ্চুরি ছুঁয়েছিল। তবে যে হারে দাম বাড়ছে তাতে আগামী দিনে আরও সমস্যায় পড়তে চলেছে সাধারণ মানুষ।